IQNA

সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ করল পাকিস্তানি শিয়ারা

7:54 - December 25, 2012
সংবাদ: 2469650
সামাজিক বিভাগ: পাকিস্তানে পাঞ্জাব রাজ্যের ফয়সালাবাদ শহরে হায়দার আলী জাফররে হত্যার প্রতিবাদে এদেশের শিয়ারা সন্ত্রাস বিরোধী মিছিল সমাগত করেছে।

কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ধর্মীয় সক্রিয় কর্মী স্যাইয়েদ হায়দার আলী জাফারি এবং জাফর আলী জাফারির হত্যার প্রতিবাদে পাকিস্তানি শিয়ারা ২৩শে ডিসেম্বর তথা শনিবারে ব্যাপক বিক্ষোভ মিছিলের সমাগত করেন।

এই বিক্ষোভ মিছিলে এদেশের ইসলামি নেতা, ওলামা, শিয়া চিন্তাবিদ এবং পাঞ্জাব রাজ্যের শিয়ারা উপস্থিত ছিলেন। বিক্ষোভকারীরা এই দুই ভায়ের হত্যাকারীকে সনাক্তকরণ, গ্রেফতারকরণ এবং উপযুক্ত শাস্তির আহ্বান জানায়

উল্লেখ্য যে, সন্ত্রাসীদের হামলায় স্যাইয়েদ হায়দার আলী জাফারি এবং জাফর আলী জাফারির গুরুত্বর আহত হন এবং ২৪শে ডিসেম্বর স্যাইয়েদ হায়দার আলী জাফারি শহীদ হন এবং জাফর আলী জাফারি এখনও ফয়সালাবাদ শহরে ‘আল-আয়িদ’ হাসপাতালে ‘ICU’তে ভর্তি রয়েছে।
1159840
captcha