বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ উত্সব ইরকুত্স্ক শহরের জামে মসজিদের ১৫০তম বর্ষপূর্তী উপলক্ষে গত শনিবার ১৯শে জানুয়ারী হতে শুরু এবং আজ সোমবার দুপুরে শেষ হওয়ার কথা রয়েছে।
এ উত্সব আয়োজনকারী পরিষদের কর্মকর্তারা বলেছেন : এ উত্সব তাতারেস্তান, তুরস্ক ও ইন্দোনেশিয়ার প্রতিনিধিগণের উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে।
এছাড়া এতে কাযান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে নির্বাচিত চলচ্চিত্রসমূহ উপস্থিতদের উদ্দেশ্যে প্রচার করা হয়।
রাশিয়ার ইউরি ফিডিঙ্গ পরিচালিত ‘বিবি নূর’, তুরস্কের মুহসিন গোরমোযগোল পরিচালিত ‘হোয়াইট এ্যাঞ্জেল’ এবং ইন্দোনেশিয়ার ‘পোয়েম অভ লাভ’ ইত্যাদি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।#1175127