‘World Bulletin’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মহানবী হযরত মোহাম্মাদ(সা.)-এর জন্ম দিবস উপলক্ষে তুরস্কে মুসলমানদের মধ্যে আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছে। এই পবিত্র দিবস উপলক্ষে তুরস্কে মুসলমানেরা মসজিদে উপস্থিত হয়ে নামাজ আদায় ও ঈদ উপলক্ষে বিভিন্ন উৎসব অনুষ্ঠান উদযাপন করবে।
হযরত মোহাম্মাদ (সা.) পবিত্র জন্মদিন উপলক্ষে এক সপ্তাহ ব্যাপী এই উৎসব অনুষ্ঠান অব্যাহত থাকবে।
আহলে সুন্নতের দৃষ্টিতে হযরত মোহাম্মাদ (সা.) পবিত্র জন্ম দিন ১২ রবিউল আউয়াল এবং শিয়াদের দৃষ্টিতে হযরত মোহাম্মাদ (সা.) পবিত্র জন্ম দিন ১৭ রবিউল আউয়াল। আর এই এক সপ্তাহের ব্যবধানেরা কারণে এই সপ্তাহকে ‘মুসলিম ঐক্য সপ্তাহ’ বলা হয়। হযরত মোহাম্মাদ (সা.) পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ব মুসলিম বাসী বিভিন্ন উৎসব অনুষ্ঠান উদযাপন করে আসছে এবং বিশ্ব নবী হযরত মোহাম্মাদ (সা.)এর বিভিন্ন শিক্ষা স্মরণ করে।
1176818