IQNA

ভারতে ‘ইমাম জামান (আ.)এর গেইবাতের কারণ’ নামক সম্মেলন অনুষ্ঠিত

11:38 - January 26, 2013
সংবাদ: 2486162
চিন্তা বিভাগ: ভারতে উত্তরপ্রদেশে লাখনা শহরে ‘ইমাম জামান (আ.)এর গেইবাতের কারণ’ নামক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত সম্মেলনে লাখনা মসজিদের খতিব হুজ্জাতুল ইসলাম জাওয়াদ নাকাভি এবং নাজামিয়াহ ইসলামিক কলেজের শিক্ষক হুজ্জাতুল ইসলাম আমির হায়দার, হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ হোসাইন বাকেরি, দারুল কোরআন ইন্সটিটিউটের শিক্ষক হুজ্জাতুল ইসলাম ইস্তফা রেজা, হুজ্জাতুল ইসলাম মুসা রেজা ও হুজ্জাতুল ইসলাম এহশামুল হোসাইন উপস্থিত ছিলেন। এই সম্মেলন ২২শে জানুয়ারিতে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনের শুরুতেই লাখনা শহরের বিশিষ্ট ক্বারি পবিত্র কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেন। পরবর্তীতে লাখনা মসজিদের খতিব হুজ্জাতুল ইসলাম জাওয়াদ নাকাভি, ইমামদের পবিত্র জন্ম বার্ষিকী এবং শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন উৎসব এবং শোক অনুষ্ঠান উদযাপনের ব্যাপারে কোরআন থেকে দলিল দিয়ে মূল্যবান বক্তৃতা পেশ করেন।

এছাড়াও ভারতের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মোহাম্মাদ হোসাইন বাকেরি তার মূলবান বক্তৃতায় ইমামদের (আ.) অনুসরণের প্রতি গুরুত্ব এবং ইমাম মেহদী (আ.)এর আবির্ভাবের বিভিন্ন আলামত ব্যক্ত করেন।
1176529
captcha