IQNA

ইসলামী প্রজাতন্ত্র ইরান মুসলমানদের প্রত্যাশা এবং গরিমার উৎস

23:04 - February 13, 2013
সংবাদ: 2496302
আন্তর্জাতিক বিভাগ: বালখের ডেপুটি গভর্নর ‘মোহাম্মাদ জহির ওহদাত’ ইসলামী প্রজাতন্ত্র ইরান ও আফগানিস্তানের সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান মুসলমানদের প্রত্যাশা এবং গরিমার উৎস।
ইসলামী সম্পর্ক সংস্থার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আফগানিস্তানে অবস্থিত ইরানী কালচার কাউন্সিলার জানিয়েছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিজয় বার্ষিকী উপলক্ষে আফগানিস্তানে বালখ শহরে অলিম্পিক কমিটি এবং ইরানী প্রতিনিধিদের সহযোগিতায় টেবিল টেনিস এবং মার্শাল আর্টস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

পাঁচ দিন ব্যাপী এই অনুষ্ঠানের সমাপনই অনুষ্ঠানে ইরানী কনস্যুলেট জেনারেল, বালখের ডেপুটি গভর্নর, বেলায়েত কমিটির প্রধান, মিডিয়ায় পরিচালক মণ্ডলী এবং ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

উক্ত উৎসব অনুষ্ঠানে বালখের ডেপুটি গভর্নর ‘মোহাম্মাদ জহির ওহদাত’ এই দুই দেশের সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান মুসলমানদের প্রত্যাশা এবং গরিমার উৎস এবং সর্বশেষে আল্লাহ তায়ালার দরবারে এই দুই দেশের মর্যাদা এবং সম্মান বৃদ্ধির জন্য দোয়া করেন।
1187033

captcha