IQNA

ঈদুল ফিতর উপলক্ষে স্কুল বন্ধের আহ্বান; ক্যালিফোর্নিয়ার মুসলমান

20:59 - February 19, 2013
সংবাদ: 2499370
সামাজিক বিভাগ: ক্যালিফোর্নিয়ার মুসলমানেরা মার্কিন সরকারের নিকট ঈদুল ফিতর উপলক্ষে স্কুল বন্ধের আহ্বান জানিয়েছে।

আমেরিকান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ক্যালিফোর্নিয়ার এক মুসলিম অধিবাসী ‘ভিরনিকা আজিজ’ ১৮ই ফেব্রুয়ারি এক বিবৃতিতে জানিয়েছে, মুসলমানদের বড় উৎসবের মধ্যে ঈদুল ফিতর অন্যতম এবং এই দিনে পরিবারের সকল সদস্যরা এক সঙ্গে উৎসব করতে চাই। একারণে এদেশের মুসলমানেরা সরকারের নিকট ঈদুল ফিতরের দিনে বন্ধের জন্য আহ্বান জানিয়েছে।

তিনি আরও জানিয়েছেন, এদেশের অন্যান্য শহরের মুসলমানদের অধিকার রয়েছে, ঈদুল ফিতরের দিনে পরিবারের সকল সদস্যদের সঙ্গে সাক্ষাত করার। আমরা আশাবাদী যে, মার্কিন সরকার এই দিনে বন্ধ ঘোষণা করে আমাদের পরিবারের সকল সদস্যরা একত্রিত হওয়ার সুযোগ দান করুক।
1190581
captcha