IQNA

ইসলাম, মানবাধিকার রক্ষক এবং রহমতের অগ্রদূত

22:04 - February 22, 2013
সংবাদ: 2500591
আন্তর্জাতিক বিভাগ: তানজানিয়ায় ইরানী কালচার কাউন্সিলার ‘মুর্তজা সাবুরি’ ইসলাম ধর্মকে ভালোবাসার ধর্ম এবং মানবাধিকার রক্ষক হিসেবে মনে করেন।


ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তানজানিয়ার রাজধানী দারুস সালামে Interreligious Council For Peace Tanzania সংস্থার সহযোগিতায় ২০শে ফেব্রুয়ারিতে এদেশের বিভিন্ন ধর্মের ওলামা এবং নেতাদের উপস্থিতিতে দ্বীতিয়তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এই সেমিনারে ইসলাম, খ্রিষ্টান, বৌদ্ধ ও হিন্দু ধর্মের প্রতিনিধি বর্গ এবং কিছু ইউরোপীয় সংস্থার প্রতিনিধিবর্গের উপস্থিত ছিলেন। তানজানিয়ায় অবস্থিতি ইরানী কালচার কাউন্সিলার উক্ত সম্মেলনে নিজ বক্তৃতায়, প্রতিষ্ঠা এবং শান্তি প্রচার, সুখ অর্জনের জন্য সমাজে ন্যায়বিচার এবং মানবিক বিকাশ ও বৃদ্ধি জন্য সত্যিকারের ধর্মের গুরুত্বারোপ করেছেন।

তিনি বলেন, বর্তমানে মানুষ এত রক্তক্ষয় এবং যুদ্ধের করানে ক্লান্ত হয়ে গিয়েছে এবং শান্তি খুঁজছে। একারণে শান্তি প্রতিষ্ঠা করতে ধর্মীয় ওলামা এবং নেতাদের ভূমিকার গুরুত্ব রয়েছে।
কালচার কাউন্সিলার ‘মুর্তজা সাবুরি’ পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে প্রমাণ করেছেন, ইসলাম ধর্ম ভালোবাসার ধর্ম এবং মানবাধিকার রক্ষক।

উক্ত সম্মেলনে ধর্মীয় সংলাপের সভাপতি তার নিজ বক্তৃতায় তানজানিয়ার ধর্মীয় ওলামাদের মতামত একত্রীকরণের প্রতি গুরুত্বারোপ করেছেন এবং এদেশের শান্তিপূর্ণ জীবন অতিবাহিত করতে ধর্মে যথেষ্ট ভূমিকা রয়েছে বলে মনে করেন।

তিনি আশাবাদী, এধরণের বৈঠক সংগঠিত হওয়ার মাধ্যমে বিভিন্ন ধর্মের মধ্যে ভ্রান্তি ধারণার সমাধান এবং বিভিন্ন ধর্মে অনুসারীগণ অন্যান্য ধর্মের সম্পর্কে জ্ঞান অর্জন করবে ও তানজানিয়ায় বিভিন্ন ধর্মের মধ্যে স্থায়ী সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে।
1192828
captcha