কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই মসজিদটি ১৯৯৩ সালে মিয়ানমারের এক সরকারী কর্মকর্তার পক্ষ থেকে বন্ধ হয়েছিল এবং এই মসজিদের আশেপাশে চল্লিশেরও অধিক মুসলিম পরিবারবর্গকে গৃহহীন করেছে।
১৯৯৩ সাল থেকে এ পর্যন্ত এই মসজিদে সকল প্রকার ধর্মীয় কাজ নিষিদ্ধ ছিল এবং এদেশের সরকার এই মসজিদের প্রবেশদ্বার বন্ধ করে রেখেছে। সন্ত্রাসীদের কার্যক্রমের মূল ঘাটির বাহানায় বৌদ্ধ চরমপন্থি দল এই মসজিদ পরিদর্শন করতে এসে হামলা করে।
উল্লেখ্য যে, এই মসজিদের পাশে বৌদ্ধদের মন্দির রয়েছে এবং এই অঞ্চলের সামরিক বাহিনী ২০০৪ এই মসজিদের প্রাঙ্গণ দেওয়াল ভেঙ্গে ফেলেছে এবং বৌদ্ধদের মন্দিরের আওতায় নিয়ে নিয়েছে। এখন বৌদ্ধ চরমপন্থি দল চেষ্টা করছে এই মসজিদ ভেঙ্গে ফেলার।
1198707