কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ২৫০ পৃষ্ঠা বিশিষ্ট এই বইটির মূল বিষয় বস্তু হিসেবে বিভিন্ন গোত্র এবং মাজহাব সমূহ, ইহুদিদের ইতিহাস, পবিত্র কাবার স্থান, আমেরিকা এবং ইসরাইল রাজনীতি সহ অন্যান্য বিষয় নির্ধারণ করা হয়েছে। এই বইটি দুই হাজার কাপি প্রিন্ট করা হয়েছে।
‘আযান’ নামক এই বই উদ্বোধনী অনুষ্ঠান ১১ই মার্চে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের শুরুতে এ শহরের বিশিষ্ট ক্বারি জনাব সোলাইমান পবিত্র কোরআন তেলাওয়াত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক মহোদয় ও ওলামাবৃন্দ কোরআন এবং হাদিসের ভিত্তিতে বই লেখার প্রতি গুরুত্বারোপ করেছেন।
এই অনুষ্ঠান এদেশের ওলামাবৃন্দ, শিক্ষক মহোদয়, ইসলামী চিন্তাবিদ, ইসলামী গবেষক সহ স্থানীয় অধিবাসীরা উপস্থিত ছিল।
1203162