IQNA

ইথিওপিয়ায় ইরানী কালচার সেন্টারের পক্ষ থেকে নিউজলেটার প্রকাশ

1:16 - March 20, 2013
সংবাদ: 2513061
আন্তর্জাতিক বিভাগ: ইথিওপিয়ায় অবস্থিত ইরানী কালচার সেন্টারের পক্ষ থেকে মার্চ মাস উপলক্ষে সপ্ততম সাংস্কৃতিক ও সামাজিক নিউজলেটার প্রকাশ প্রকাশিত হয়েছে।

ইথিওপিয়ায় অবস্থিত ইরানী কালচার সেন্টারের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই নিউজলেটারে মুল বিষয় হচ্ছে, যুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ইথিওপিয়া টেলিভিশনে প্রকাশের প্রতিবাদ এবং আফ্রিকার পূর্বাঞ্চলে আলকায়েদার পনেরো জন সদস্যের গ্রেফতারের খবর প্রকাশ হয়েছে।

এছাড়াও এই নিউজলেটারে অন্য প্রতিবেদনের মধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে ইসলামিক সুপ্রিম কাউন্সিলের প্রধান এবং অর্থডক্র গির্জার নতুন নেতার নিয়োগে সহ অন্যান্য সাংস্কৃতিক ও সামাজিক প্রতিবেদন উল্লেখ করা হয়েছে।
1206157

captcha