IQNA

ওমরা হজ্ব করে দেশে ফিরল আজারবাইজানী হাজ্বী

19:00 - April 27, 2013
সংবাদ: 2524778
সামাজিক বিভাগ: আজারবাইজানী হাজ্বীদের প্রথম দল ওমরা হজ্ব শেষ করে ২৬শে এপ্রিল ওহীর দেশ থেকে নিজ দেশে ফিরেছেন।
মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ককেশাস মুসলিম ধর্মীয় প্রশাসন জানিয়েছে, উক্ত হজ্ব যাত্রীদের মধ্যে আজারবাইজানের গ্র্যান্ড মুফতি ও ককেশীয় মুসলিম ধর্মীয় পরিষদের চেয়ারম্যান শুকুর পাশাযাদেহ, তার উপদেষ্টা এবং আজারি অন্যান্য মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ অংশ গ্রহণ করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, আজারবাইজানে চলতি বছরে ওমরা হজ্বের জন্য ২৪০০ জনকে নির্ধারণ করা হয়েছে।

captcha