IQNA

হযরত ফাতেমা (সা. আ.) এর জীবনী’র উপর বিশেষ রচনা প্রতিযোগিতা

16:25 - May 03, 2013
সংবাদ: 2527583
সাংস্কৃতিক বিভাগ : হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জীবনীর উপর বিশেষ রচনা প্রতিযোগিতা ভারতের আসাম রাজ্যের গোহাটি শহরের মালিগাওন অঞ্চলের ‘তাহযিবুল আখলাক’ সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হবে।
ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ প্রতিযোগিতা হযরত ফাতেমা যাহরা (স.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ৫ই মে স্থানীয় সময় সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ প্রতিযোগিতা শুরু হবে, অতঃপর প্রতিযোগিতায় অংশগ্রহণকারীগণ হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর জীবনীর বিভিন্ন দিকের উপর আলোকপাত করে লেখা প্রবন্ধ পাঠ করবেন।
বিচারকগণ প্রতিযোগীদের মূল প্রবন্ধ পর্যালোচনার পর বিজয়ীদের নাম নির্বাচন করবেন এবং অনুষ্ঠান শেষে বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হবে।#1220908
captcha