সর্বোচ্চ নেতার ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইসলামি ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ খামেনেয়ী গতকাল –শনিবার, ৪ঠা মে- তেহরানে অনুষ্ঠিতব্য ২৬তম আন্তর্জাতিক গ্রন্থমেলা পরিদর্শন করেছেন।
আড়াই ঘন্টাব্যাপী তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন, ইরানের সংস্কৃতি ও নির্দেশনা মন্ত্রী জনাব হুসাইনীও তার সাথে ছিলেন। এ সময় মেলা স্টলে উপস্থিত প্রকাশকরা তাদের প্রকাশিত গ্রন্থ ও তাদের তত্পরতার বিষয়ে ব্যাখ্যা দেন।#1222438