মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ককেশাস মুসলিম ধর্মীয় প্রশাসন বিভাগের কর্মকর্তা ৩য় জুলাই জানিয়েছেন, আজারবাইজানের মুসলমানদের আবেদনে সৌদি আরবে হজ্ব মন্ত্রী সাড়া দিয়েছে এবং এই আবেদনের ফলে চলতি বছর থেকে এদেশের হজ্ব যাত্রীর সংখ্যা ১৪০০ থেকে ৩৬০০ জনে বৃদ্ধি পেয়েছে।
মুসলমানদের এই আবেদন ককেশাস মুসলিম ধর্মীয় প্রশাসন বিভাগের মাধ্যমে ২০১২ সালের অক্টোবর মাসে সৌদি আরবের হজ্ব মন্ত্রীর নিকট পৌঁছানো হয় এবং ২০১৩ সালের ১ম অক্টোবরে ৩৬০০ জন হজ্ব যাত্রী হজ্বের উদ্দেশ্য ওহীর দেশে রওনা হবেন।
1252382