আন্তর্জাতিক বিভাগ: দর্শন শাস্ত্রের ডক্টরেট উপাধিধারী এবং হ্যামবুর্গ ইসলামিক স্টাডিজ ইন্সটিটিউটের সভাপতি ‘মোহাম্মাদ রাজাভি রাদ’ কর্তৃক জার্মানি ভাষায় অনুবাদকৃত ‘ইসলামে অনুকরণ এবং যুক্তি’ নামক গ্রন্থটি, বই বাজারে প্রকাশিত হয়েছে।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘ইসলামে অনুকরণ এবং যুক্তি’ নামক গ্রন্থের প্রকাশক এই বই সম্পর্কে বলেছেন, আমাদের সকলের নিকট অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে, তাকলীদ করা (অনুকরণ) যথাযথ যুক্তিসঙ্গত কি? যদি আমরা প্রাথমিক ভাবে তাকলীদ করি তাহলে কি এটা বিচারবুদ্ধির বিপরীত নয়? তাকলীদ (অনুকরণ) অর্থ কি, কোথায়, কিভাবে, কোন ক্ষেত্রে, কি অবস্থার অধীনে এবং কোন ধাপে কার্যকরী করতে হবে?
তিনি আরও বলেন, যদি কেহ এসকল প্রশ্নের সঠিক এবং উপযুক্ত উত্তর খুঁজে না পায় তাহলে সে চিন্তাগত দিক থেকে বিহ্বলতা, হতবুদ্ধ এবং আতঙ্কিত হবে এবং এই গ্রন্থে এসকল প্রশ্নের উত্তর সহ তাকলীদ সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে।
‘মোহাম্মাদ রাজাভি রাদ’ কর্তৃক জার্মানি ভাষায় অনুবাদকৃত ৯৭ পৃষ্ঠা বিশিষ্ট ‘ইসলামে অনুকরণ এবং যুক্তি’ গ্রন্থটি ‘Travgt Bavts’ প্রেস থেকে প্রকাশিত হয়েছে এবং এই বইটির আই এস বি এন (ISBN) নম্বর 3-88309-151-0।
1253769