IQNA

তাতরস্থানে আন্তর্জাতিক সম্মেলন ‘হালাল বাজার’ অনুষ্ঠিত হবে

0:51 - September 21, 2013
সংবাদ: 2592231
আন্তর্জাতিক বিভাগ: তাতরস্থানের রাজধানী কাজানে ২৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ান ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ‘রাশিয়া এবং বিশ্বজুড়ে হালাল বাজার’ নামক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
‘Islam.ru’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তাতার মুসলিম ধর্মীয় কমিটির সহযোগিতায় রাশিয়ান ইসলামিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে উক্ত আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
ব্যবসায়ী সোসাইটি প্রতিনিধি, বিশেষজ্ঞগণ, ইসলামী স্কুলের শিক্ষক মহোদয়, তাতরস্থানের ধর্মনিরপেক্ষ দল এবং অন্যান্য অঞ্চল থেকে আগত রাশিয়ান ফেডারেশন এই সম্মেলনে অংশগ্রহণ করবে।
রাশিয়া এবং বিশ্বজুড়ে হালাল শিল্পের উন্নয়ন, ইসলামী আইন উন্নয়ন, হারাম পণ্য, গবাদি পশু শরিয়ত মোতাবেক জবাই করা, হালাল সনদ, অর্থনৈতিক উন্নয়নে সনদের ভূমিকা, ফার্সি উপসাগরীয় মধ্যবর্তী অঞ্চল এবং ইউরোপিয়ান দেশে হালাল শিল্প ও সনদের আন্তর্জাতিক মান সহ ইসলামিক ব্যবসার আলোকে অন্যান্য বিষয়বস্তু নিয়ে এই সম্মেলনে আলোচনা করা হবে।
উল্লেখ্য, রাজধানী কাজানে ২৬শে সেপ্টেম্বরে উক্ত আন্তর্জাতিক সম্মেলন শুরু হবে এবং একাধারে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
1290053
captcha