IQNA

প্যারিসে কুরআন শিক্ষার আসর

21:08 - September 30, 2013
সংবাদ: 2597534
আন্তর্জাতিক বিভাগ: ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকন্ঠে মাউন্ট-লা-জুলি শহরের জামে মসজিদে আরবি ভাষার কোর্স এবং পবিত্র কুরআন প্রশিক্ষণের আলোকে বিশেষ কোর্স শুরু হবে।
‘pageshalal’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: রাজধানী প্যারিসে উপকণ্ঠে মাউন্ট-লা-জুলি শহরের জামে মসজিদের কর্তৃপক্ষ আরবি ভাষা কোর্স এবং পবিত্র কুরআন প্রশিক্ষণের আলোকে বিশেষ কোর্স শুরু হওয়ার কথা জানিয়েছেন।
প্রশিক্ষণ কোর্স ২৭শে অক্টোবর দুপুর ১টায় উক্ত মসজিদে শুরু হবে এবং আগ্রহী ব্যক্তিগণ উক্ত ক্লাসে আংশগ্রহণ করে এই প্রশিক্ষণ কোর্স সম্পর্কে অধিক তথ্য জানতে পারবে।
পবিত্র কুরআন প্রশিক্ষণ কোর্সের জন্য হেফজ এবং কুরআন তেলাওয়াত বিভাগ নির্ধারণ করা হয়েছে এবং কুরআন প্রশিক্ষণ কোর্স গ্রহণের জন্য বিশিষ্ট শিক্ষক মহোদয়কে আমন্ত্রন করা হয়েছে।
আগ্রহী ব্যক্তি মহোদয় নিজেদের নাম নিবন্ধনের জন্য ২৭শে অক্টোবরে অনুষ্ঠিত প্রথম ক্লাসে অংগ্রহণ করা জরুরি।
1296131
captcha