IQNA

ফ্রান্সে ১৫ই অক্টোবরে কোরবানি ঈদ পালিত হবে

20:53 - October 05, 2013
সংবাদ: 2599693
আন্তর্জাতিক বিভাগ: ফ্রান্সের চাঁদ দেখা কমিটি (OCIP) জানিয়েছে, সেদেশে ৬ষ্ঠ অক্টোবরে পবিত্র জিল হাজ্জ্ব মাসের চাঁদ দেখা যাবে এবং ১৫ই অক্টোবরে কোরবানি ঈদ পালিত হবে।
‘ajib’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফ্রান্সের চাঁদ দেখা কমিটি জ্যোতির্বিদ্যা গবেষণা করে ঘোষণা করেছেন ফ্রান্স সহ বিশ্ব অনেক দেশে আগামী ১৫ই অক্টোবরে কোরবানি ঈদ পালিত হবে।
চাঁদ দেখা কমিটি পুনর্ব্যক্ত করেছে, গবেষণা অনুযায়ী ৬ষ্ঠ অক্টোবরে জিল হাজ্জ্ব মাসের প্রথম তারিখ ও ১৫ই অক্টোবর জিল হাজ্জ্ব মাসের দশ তারিখ এবং এই দিনে বিশ্বের অধিকাংশ দেশে কোরবানি ঈদ পালিত হবে।
উল্লেখ্য যে, ফ্রান্সের মুসলমানেরা ১৫ই অক্টোবরে কোরবানি ঈদের উৎসব পালন করবে।
1297193
captcha