IQNA

‘জিহাদি জনে’র মৃত্যু নিশ্চিত করেছে দায়েশ

10:25 - January 21, 2016
সংবাদ: 2600143
আন্তর্জাতিক ডেস্ক: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কুখ্যাত সদস্য ও জল্লাদ নামে প্রসিদ্ধ ‘জিহাদি জনে’র মৃত্যু নিশ্চিত করেছে এ সন্ত্রাসী দল।
বার্তা সংস্থা ইকনা: দায়েশনামে প্রকাশিত এ সন্ত্রাসী দলের পত্রিকায় জিহাদি জনের মৃত্যু নিশ্চিত করে একটি প্রতিবেদন লিখেছে: গত নভেম্বর মাসে সিরিয়ায় দায়েশের নিয়ন্ত্রিত এলাকায় ড্রোন হামলায় জিহাদি জননামে প্রসিদ্ধ ইংল্যান্ডের সশস্ত্র দায়েশ সদস্য নিহত হয়েছে।

দায়েশের জল্লাদ জিহাদি জনের মৃত্যুর কারণে সমবেদনা জানিয়েছে এবং তার প্রকৃত নাম মুহাম্মাদ উমওয়াযীঘোষণা করেছে।

পূর্বে, রাক্কায় দায়েশের দুর্গে বোমা হামলায় জিহাদি জনের মৃত্যু নিশ্চিত করেছিল আমেরিকার সেনাবাহিনী।

iqna

captcha