IQNA

মিশরে উদ্বোধন হতে যাচ্ছে 'হযরত মারিয়াম' মসজিদ

22:48 - April 26, 2016
সংবাদ: 2600671
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের 'মিনিয়া' শহরে 'আস-সাইয়্যেদা মারিয়াম আল-উজরা' নামক একটি বিশাল ও সৌন্দর্যপূর্ণ মসজিদের উদ্বোধন হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: প্রায় ৮০০ মিটার জমির ওপর 'আস-সাইয়্যেদা মারিয়াম আল-উজরা' মসজিদটি নির্মাণ করা হয়েছে। মসজিদের সীমানার ভিতরেই একটি ক্লিনিক এবং কোরআন হেফজের জন্য একটি শিক্ষা কেন্দ্রও নির্মাণ করা হয়েছে।
মিশরের নবনির্মিত 'আস-সাইয়্যেদা মারিয়াম আল-উজরা' মসজিদের প্রতিষ্ঠাতা ডা: ওয়াজদি আল নাজদি এ ব্যাপারে বলেন: মারিয়াম উজরা মসজিদের নির্মাণ কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে। তবে মসজিদের অন্তর্গত হাসপাতালের কিছু কাজ বাকী রয়েছে।
তিনি এ মসজিদের নাম মহীয়সী নারী হযরত মারিয়ামের নামে নামকরণের কারণ সম্পর্কে বলেন: পবিত্র কোরআনে মারিয়ামকে একজন মহীয়সী নারী এবং শান্তি ও পবিত্রতার প্রতীক হিসেবে অভিহিত করা হয়েছে। এ মহীয়সী নারী সব ধর্মের মানুষের নিকট শ্রদ্ধার পাত্র। তাই আমরা নবনির্মিত এ মসজিদটির নাম 'মারিয়াম উজরা মসজিদ' রেখেছি। আশা করি আমরা এ মসজিদের মাধ্যমে ইসলামের শান্তি ও মানবতার বাণী মিশরের লোকদের মাঝে পৌঁছে দিতে পারব।
তিনি আরও বলেন: খৃষ্টান এবং মুসলমান এই দুই ধর্মের অনুসারীরা হযরত মারিয়াম (সা. আ.)কে সম্মান করেন। এছাড়াও চার বছর পূর্বে জর্ডানে হযরত ঈসা আলাইহিস সালামের নামে একটি গ্র্যান্ড মসজিদ নির্মাণ করা হয়েছে।
Iqna




ট্যাগ্সসমূহ: মিশরে ، মারিয়াম ، মসজিদ ، কোরআন
captcha