বার্তা সংস্থা ইকনা: প্রায় ৮০০ মিটার জমির ওপর 'আস-সাইয়্যেদা মারিয়াম আল-উজরা' মসজিদটি নির্মাণ করা হয়েছে। মসজিদের সীমানার ভিতরেই একটি ক্লিনিক এবং কোরআন হেফজের জন্য একটি শিক্ষা কেন্দ্রও নির্মাণ করা হয়েছে।
মিশরের নবনির্মিত 'আস-সাইয়্যেদা মারিয়াম আল-উজরা' মসজিদের প্রতিষ্ঠাতা ডা: ওয়াজদি আল নাজদি এ ব্যাপারে বলেন: মারিয়াম উজরা মসজিদের নির্মাণ কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে। তবে মসজিদের অন্তর্গত হাসপাতালের কিছু কাজ বাকী রয়েছে।
তিনি এ মসজিদের নাম মহীয়সী নারী হযরত মারিয়ামের নামে নামকরণের কারণ সম্পর্কে বলেন: পবিত্র কোরআনে মারিয়ামকে একজন মহীয়সী নারী এবং শান্তি ও পবিত্রতার প্রতীক হিসেবে অভিহিত করা হয়েছে। এ মহীয়সী নারী সব ধর্মের মানুষের নিকট শ্রদ্ধার পাত্র। তাই আমরা নবনির্মিত এ মসজিদটির নাম 'মারিয়াম উজরা মসজিদ' রেখেছি। আশা করি আমরা এ মসজিদের মাধ্যমে ইসলামের শান্তি ও মানবতার বাণী মিশরের লোকদের মাঝে পৌঁছে দিতে পারব।
তিনি আরও বলেন: খৃষ্টান এবং মুসলমান এই দুই ধর্মের অনুসারীরা হযরত মারিয়াম (সা. আ.)কে সম্মান করেন। এছাড়াও চার বছর পূর্বে জর্ডানে হযরত ঈসা আলাইহিস সালামের নামে একটি গ্র্যান্ড মসজিদ নির্মাণ করা হয়েছে।
Iqna