বার্তা সংস্থা ইকনা: ইরাকের পররাষ্ট্রমন্ত্রী 'ইব্রাহীম আল-জাফরি' 'আল-ঘাদ আল-আরাবি' নামক স্যাটেলাইট নেটওয়ার্কে
এক সাক্ষাৎকারে বলেন: ইরাকি সেনারা আল-আনবার প্রদেশের ফাল্লুজা শহর মুক্তির জন্য দায়েশদের
যুদ্ধ করছে। ইরাকি সৈন্যদের বাধা প্রয়োগ করার জন্য দায়েশ সদস্যরা পবিত্র কুরআনে বোমা
প্রতিস্থাপন করেছে এবং পবিত্র কুরআনের পাণ্ডুলিপির ওপর জুতা রেখে পালিয়ে যাচ্ছে।তিনি বলেন: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ যে সকল পন্থা ব্যবহার করছে, সেগুলো সম্পূর্ণরূপে ইসলাম ধর্মের পরিপন্থী।
ইব্রাহীম আল-জাফরি আরও বলেন: ইরাকি সেনারা যখন দায়েশের দখলকৃত অঞ্চল মুক্ত করার জন্য ঐসকল অঞ্চলে প্রবেশ করছে, তখন ইসলাম ধর্মের পবিত্র জিনিসসমুহকে অবমাননা করে দায়েশ সদস্যরা এধরণের জঘন্য কাজে লিপ্ত হচ্ছে। দায়েশ সদস্যরা নিজেরা নিজেদের কন্ট্রোল করতে অক্ষম।
তিনি বলেন: ইরাকের শিয়া ও সুন্নি মাযহাবের অনুসারীদের নিয়ে গঠিত হয়েছে দায়েশ বিরোধী যোদ্ধাদের দল। তারা একত্রিত হয়ে দায়েশ নিধনের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ২৩শে মে আল-আনবার প্রদেশের ফাল্লুজা শহর দায়েশের হাত থেকে মুক্ত করার জন্য সেদেশের সৈন্যদের অপারেশন শুরু করার জন্য নির্দেশ দিয়েছে।