IQNA

ইমাম আলী (আ.)এর মাযারের নিকটে অগ্নিকাণ্ড

17:58 - July 10, 2016
সংবাদ: 2601166
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পবিত্র নগরী নাজাফে অবস্থিত ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারে নিকটে ঐতিহ্যগত বড় বাজার অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।
বার্তা সংস্থা ইকনা: এই দুর্ঘটনা আজ (১০ জুলাই) ঘটেছে। আচ্ছাদিত এই ঐতিহ্যগত বড় বাজারের এক প্রান্ত ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারের সীমান্তে যুক্ত হয়েছে। অগ্নি সংযোগের ফলে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে এ ঘটনার ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ঐতিহ্যগত বড় বাজারটি 'আচ্ছাদিত বাজার' নামে প্রসিদ্ধ। এখনও পর্যন্ত অগ্নিসংযোগের কারণ প্রকাশ করেনি স্থানীয় কমিটি। শুধুমাত্র বস্তুগত ক্ষতি হয়েছে এবং ঘটনাস্থলে বেসামরিক প্রতিরক্ষা দল উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, ইরাকের বাগদাদ সহকারে অন্যান্য শহরের বজার ও অফিস আদালতে এধরণের অগ্নিসংযোগের ঘটনা ঘটলে ইরাকি বেসামরিক প্রতিরক্ষা বাহিনী সেগুলোকে বৈদ্যুতিক সংযোগ ফলে এধরণের দুর্ঘটনা ঘটে বলে দাবি করে থাকে।

iqna


ট্যাগ্সসমূহ: ইমাম ، আলী ، ইরাক ، নাজাফ ، ইকনা
captcha