IQNA

অধ্যাপক মানশাভির কুরআন তিলাওয়াতের দুর্লভ ভিডিও

23:39 - August 14, 2016
সংবাদ: 2601385
আন্তর্জাতিক ডেস্ক: কুরআনের অধ্যাপক মরহুম মোহাম্মাদ সিদ্দিকুল মানশাভি মিশরের টেলিভিশনে সম্প্রচারের জন্য সর্বপ্রথম ১৯৬৬ সালে সেদেশের একটি স্টুডিওতে কুরআন তিলাওয়াত করেন।


বার্তা সংস্থা ইকনা: দুর্লভ এই ভিডিওটি চলতি বছর রমজান মাসে মিশরের টেলিভিশনে পুনরায় সম্প্রচার করা হয়। সম্প্রতি এই ভিডিওটি মিশরের অডিও ভিজুয়াল ইউনিট "সৌউত আল-কাহের" ভিডিওটি সামাজিক মিডিয়ায় প্রচার করেছে।

ভিডিওটিতে কুরআনের অধ্যাপক মরহুম মোহাম্মাদ সিদ্দিকুল মানশাভি আলে ইমরান সূরার ৯৩ থেকে ৯৯ নম্বর আয়াত তিলাওয়াত করেছেন।

অধ্যাপক মরহুম মোহাম্মাদ সিদ্দিকুল ইন্দোনেশিয়া, সিরিয়া, লেবানন ও পাকিস্তান সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে সম্মানী পদক অর্জন করেছেন। তার শেষ জীবনে অথেরোস্ক্লেরোসিস রোগের ঝুঁকির ফলে চিকিৎসকরা তাকে বাগ্যন্ত্রের ওপর বেশী চাপ প্রয়োগ করতে নিষেধ করেছিল। অথচ কুরআন প্রেমী এই ক্বারি চিকিৎসকের কথা না শুনে তার জীবনের শেষ পর্যন্ত কুরআন তিলাওয়াত করে গিয়েছেন। দীর্ঘ দিন অসুস্থ থাকার পর ৪৯ বছর বয়সে ১৯৬৯ সালের ২০ জানুয়ারিতে তিনি ইন্তেকাল করেন।
অধ্যাপক মরহুম মোহাম্মাদ সিদ্দিকুল মানশাভি কুরআন তিলাওয়াতের দুর্লভ ভিডিও টি ইকনার দর্শনার্থীদের জন্য প্রচার করা হল:

كُلُّ الطَّعَامِ كَانَ حِلًّا لِبَنِي إِسْرَائِيلَ إِلَّا مَا حَرَّمَ إِسْرَائِيلُ عَلَى نَفْسِهِ مِنْ قَبْلِ أَنْ تُنَزَّلَ التَّوْرَاةُ قُلْ فَأْتُوا بِالتَّوْرَاةِ فَاتْلُوهَا إِنْ كُنْتُمْ صَادِقِينَ ﴿۹۳﴾

তাওরাত অবতীর্ণ হওয়ার পূর্বে ইসরাইল (ইয়াকুব) যা কিছু নিজের ওপর নিষিদ্ধ করে নিয়েছিল সেসব ব্যতীত বনী ইসরাইলের জন্য সব খাদ্য বৈধ ছিল। (হে রাসূল! ঐ ইহুদীদের) বল, ‘যদি তোমরা সত্যবাদী হও তবে তাওরাত নিয়ে এস এবং (আমার সম্মুখে) তা পাঠ কর;

فَمَنِ افْتَرَى عَلَى اللَّهِ الْكَذِبَ مِنْ بَعْدِ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ ﴿۹۴﴾

এরপরও যারা আল্লাহর ওপর মিথ্যা আরোপ করে বস্তুত তারাই অবিচারক।

قُلْ صَدَقَ اللَّهُ فَاتَّبِعُوا مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ ﴿۹۵﴾

বল, ‘আল্লাহ সত্য বলেছেন, সুতরাং এখন তোমরা সত্যনিষ্ঠ ইবরাহীমের ধর্ম (ইসলাম) অনুসরণ কর এবং সে অংশীবাদীদের মধ্যে ছিল না।

إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ ﴿۹۶﴾

নিশ্চয় সর্বপ্রথম গৃহ যা মানুষের (ইবাদতের) জন্য নির্মাণ করা হয়েছে তা এ মক্কাতে অবস্থিত, এটা হল (কল্যাণকর ও) প্রাচুর্যময় এবং বিশ্ববাসীর জন্য পথনির্দেশক।

فِيهِ آيَاتٌ بَيِّنَاتٌ مَقَامُ إِبْرَاهِيمَ وَمَنْ دَخَلَهُ كَانَ آمِنًا وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ ﴿۹۷﴾

এতে বহু সুস্পষ্ট ও সমুজ্জ্বল নিদর্শন আছে, (তন্মধ্যে) মাকামে ইবরাহীম এবং যে কেউ তাতে (এ গৃহে) প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। এবং কেবল আল্লাহর জন্য মানুষের ওপর এ ঘরের হজ করা ওয়াজিব, যদি সেখানে পৌঁছানোর ক্ষমতা থাকে; এবং যারা (ক্ষমতা থাকা সত্ত্বেও) অস্বীকার করে, তবে (স্মরণ রাখুক যে,) আল্লাহ বিশ্বজগৎ হতে অমুখাপেক্ষী।

قُلْ يَا أَهْلَ الْكِتَابِ لِمَ تَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَاللَّهُ شَهِيدٌ عَلَى مَا تَعْمَلُونَ ﴿۹۸﴾

তুমি বল, ‘হে গ্রন্থধারিগণ! তোমরা কেন আল্লাহর নিদর্শনসমূহকে অস্বীকার কর এ অবস্থায় যে, তোমরা যা কর আল্লাহ তার সাক্ষী।

قُلْ يَا أَهْلَ الْكِتَابِ لِمَ تَصُدُّونَ عَنْ سَبِيلِ اللَّهِ مَنْ آمَنَ تَبْغُونَهَا عِوَجًا وَأَنْتُمْ شُهَدَاءُ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ ﴿۹۹﴾

বল, ‘হে গ্রন্থধারিগণ! বিশ্বাসীদের আল্লাহর পথ হতে কেন বাধা দাও, সেটাকে (পথ) বক্র করতে চাও, অথচ তোমরা (তার সত্যতার) সাক্ষী এবং তোমরা যা করছ, আল্লাহ সে সম্পর্কে উদাসীন নন।

iqna


326

অধ্যাপক মরহুম মোহাম্মাদ সিদ্দিকুল

ট্যাগ্সসমূহ: ইকনা ، কুরআন ، রমজান ، মানশাভি
captcha