IQNA

জার্মানিতে কর্মস্থল থেকে বহিস্কৃত হিজাবধারী নারী

20:55 - August 26, 2016
সংবাদ: 2601460
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানি’র ব্রান্ডেনবুর্গ রাজ্যের লিউকেনওয়ালডে শহরের সিটি কর্পোরেশনে কর্মরত এক যুবতিকে হিজাব পরার কারণে বহিস্কার করা হয়েছে।
TRT Haber এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ফিলিস্তিনী বংশোদ্ভূত এক যুবতি জার্মানি’র ব্রান্ডেনবুর্গ রাজ্যের ‘লিউকেনওয়ালডে’ শহরের সিটি কর্পোরশনের কাজ শুরুর দিনেই হিজাবের কারণে বরখাস্ত হয়েছে। লিউকেনওয়ালডে’র মেয়রের ভাষ্যমতে, সে হিজাব খুলতে অস্বীকৃতি জানানোয় তাকে বহিস্কার করা হয়েছে।

লিউকেনওয়ালডে’র মেয়র তার এ পদক্ষেপের ব্যাখ্যায় বলেন: সিটি কর্পোরেশনের অভ্যন্তরে হিজাবের ব্যবহার এ কার্যালয়ের সামাজিক ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে।

বলাবাহুল্য, জার্মানি’র কিছু কিছু সরকারি কার্যালয় ও গণসংস্থা লিউকেনওয়ালডে’র সিটি মেয়রের এ পদক্ষেপকে অবৈধ আখ্যায়িত করে তাকে সিটি কর্পোরেশনের কর্মকর্তা/কর্মচারী নিয়োগের ক্ষেত্রে এ ধরনের বৈষম্য আচরণ থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন।#3525376

captcha