লিউকেনওয়ালডে’র মেয়র তার এ পদক্ষেপের ব্যাখ্যায় বলেন: সিটি কর্পোরেশনের অভ্যন্তরে হিজাবের ব্যবহার এ কার্যালয়ের সামাজিক ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে।
বলাবাহুল্য, জার্মানি’র কিছু কিছু সরকারি কার্যালয় ও গণসংস্থা লিউকেনওয়ালডে’র সিটি মেয়রের এ পদক্ষেপকে অবৈধ আখ্যায়িত করে তাকে সিটি কর্পোরেশনের কর্মকর্তা/কর্মচারী নিয়োগের ক্ষেত্রে এ ধরনের বৈষম্য আচরণ থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন।#3525376