IQNA

বার্লিনে উগ্রতাবাদীদের ইসলামি বিরোধী মিছিল

4:20 - August 30, 2016
সংবাদ: 2601481
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানি’র রাজধানী বার্লিনে গত রোববার (২৮ আগস্ট) ইসলাম বিরোধী মিছিল করেছে দেশটির উগ্রতাবাদী ও ডানপন্থী গ্রুপের সদস্যরা।

রুসিয়া আল-ইয়াওমে’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: উগ্রতাবাদী ডানপন্থীদের একটি দল ব্রান্ডেনবুর্গের –যা বার্লিনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত- ঐতিহাসিক দেয়ালের উপর উঠে ইসলাম বিরোধী শ্লোগান দিয়ে এদেশে মুসলমান ও শরণার্থীদের উপস্থিতির বিষয়ে তাদের বিরোধিতার কথা ঘোষণা করে।

এ সময় তাদের হাতে জার্মান সরকার কর্তৃক শরণার্থীদের স্বাগত জানানোর বিরোধিতায় বিভিন্ন প্লেকার্ড ছিল। প্লেকার্ডগুলোতে জার্মানি’র চ্যান্সেলর অ্যান্জেলা মেরকেলকে সীমান্তে নিরাপত্তা জোরদার করার আহবানও জানানো হয়েছিল।

বার্লিন পুলিশের মুখপাত্র প্যাট্রিসিয়া ব্রাইমের স্থানীয় গণমাধ্যমকে জানান: ইসলাম বিরোধী এ মিছিলের ঘটনা থেকে, গণসম্পত্তি ক্ষতিগ্রস্থ করা এবং বিক্ষোভ-মিছিল বিষয়ক আইন ভঙ্গ করার অভিযোগে ১৫ জনকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, ডানপন্থী ও উগ্রবাদী গ্রুপগুলো ইউরোপের কিছু কিছু শহরে কিছুদিন পরপর ইসলাম বিরোধী মিছিল-সমাবেশ করে থাকে। পাশাপাশি ইসলাম ও মুসলমানদের পক্ষেও বিভিন্ন মিছিল অনুষ্ঠিত হয়।#3525996

captcha