IQNA

মহান আল্লাহ তিন শ্রেণীর লোকের জন্য কবরের আজাব তুলে নিবেন

23:18 - September 02, 2016
সংবাদ: 2601505
চিন্তা ও দর্শন বিভাগ: মুসলমানদের উচিত তাদের সামাজিক দায়িত্বের উপর ভিত্তি করে, একে অপরকে ভাল পথে হেদায়াত করা এবং খারাপ ছেড়ে ভাল পথে দাওয়াত করা, যাতে সকলেই হেদায়াতপ্রাপ্ত হতে পারে।
মহান আল্লাহ তিন শ্রেণীর লোকের জন্য কবরের আজাব তুলে নিবেন
শাবিস্তানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইমাম জাফর সাদিক(আ.) হারিস বিন মুগাইরাকে বলেন, হে হারেছ! জেনে রাখ নিশ্চিভাবে তোামদের জ্ঞানীদেরকে মুর্খদের জন্য জবাবদিহি করতে হবে। কেননা প্রত্যেকের সামাজিক দায়িত্ব হচ্ছে পরস্পরকে সাহায্য করা।

হারেছ বলেন, আমি ইমামকে আবার জিজ্ঞাসা করলাম, কিভাবে ভালদেরকে খারাপদের দায়ভার বহণ করতে হবে? ইমাম বললেন: একজন খাটি শিয়া মুসলমান যখন তার দ্বীনি ভাইকে ভাল পথে হেদায়াত না করে তখন এর জন্য তাকে জাবাব দিতে। সুতরং সবার উচিত যখনই কাউকে কোন খারাপ কাজ বা গোনাহ করতে দেখবে তাকে ভাল উপদেশ দিতে হবে।

হারেছ বলল. যদি সে আমাদের কথা না শোনে এবং ভাল পথে না আসতে চায় তখন আমরা কি করব? ইমাম বললেন, তাকে তোমাদের সমাজ থেকে বহিস্কার কর এবং তার সংস্পর্শ ত্যাগ কর।

আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন: যদি কারও ভিতর থেকে কোন শতর্ককারী না থাকে আল্লাহ তাকে হেদায়াত করেন না।

ইমাম হাসান আসকারী(আ.)সতর্ক করার পদ্ধতি সম্পর্কে বলেছেন: যে ব্যক্তি গোপনে উপদেশ দেয় সে তাকে অলঙ্কৃত করল আর যে প্রকাশ্যে উপদেশ দেয় সে তাকে অপমানিত ও লাঞ্ছিত করল।

মহানবী হযরত মুহাম্মাদ(সা.) বলেছেন: মহান আল্লাহ তিন শ্রেণীর লোককে কিয়ামতের দিন আজাব থেকে মুক্তি দিবেন, তারা হল: যারা ন্যায়সঙ্গত বিচার করে, যারা মুসলমানদের কল্যাণ কামনা করে এবং যারা মানুষকে সঠিক পথে হেদায়াত করে উ সদুপদেশ দেয়।

captcha