IQNA

আশুরা মানুষের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

23:11 - October 06, 2016
সংবাদ: 2601710
আল্লাহর দেয়া বিধান অনুযায়ী এবং ইতিহাসের সাক্ষ্য অনুযায়ী বিশেষে, মিথ্যার ওপর সত্যের জয় ঘটবেই। যা পবিত্র কুরআন ও হাদিস থেকে মুফাসসিরগণও প্রমাণ করেছেন।


ইমাম হুসাইনের(আ.) উদ্দেশ্য এবং ইমাম মাহদীর উদ্দেশ্য একই মোটকথা ১ লক্ষ চব্বিশ হাজার নবী ও রাসুলের উদ্দেশ্যকেই ইমাম মাহদী(আ.) বাস্তবায়ন করবেন।

ইমাম হুসাইনের বিপ্লব সম্পর্কে আমাদের জানতে হবে অনুরূপভাবে জানতে হবে ইমাম মাহদীর(আ.) বিপ্লব এবং ইমাম হুসাইনের বিপ্লবের মধ্যে সম্পর্ক কি?

ইমাম হুসাইন(আ.) তার বিপ্লবের উদ্দেশ্য সম্পর্কে বলেছেন: انّی ما خرجت اشرا و لا مفسدا و لا ظالما و انّما خرجت لطلب الاصلاح فی أمّة جدّی، أرید ان امر بالمعروف و انهی عن المنکر.

আমি কোনো ধন-সম্পদ বা ক্ষমতার লোভে কিংবা কোনো গোলযোগ সৃষ্টির জন্যে বিদ্রোহ করছি না,আমি শুধু আমার নানার উম্মতের মধ্যে সংস্কার করতে চাই,আমিআমর বিল মারুফ ওয়া নাহী আনীল মুনকার করতে চাই এবং আমার নানা যে পথে চলেছেন আমিও সেই পথে চলতে চাই। ( দ্রঃ মাকতালু খারাযমী: ১/১৮৮ )

ইমাম হোসাইন (আ.) দীর্ঘ পথ চলার সময় একাধিকবার তার এই লক্ষ্যকে পুনঃ পুনঃ উল্লেখ করেন। বিশেষ করে এ সময়গুলোতে তিনি বাইয়াত প্রসঙ্গেরও যেমন কোনো উল্লেখ করেননি তেমনি দাওয়াত প্রসঙ্গেরও কোনো উল্লেখ করেননি। আরও আশ্চর্যের বিষয় হল পথিমধ্যে তিনি যতই কুফা সম্পর্কে ভয়ানক ও হতাশা ব্যঞ্জক খবর শুনছিলেন ততই তার বক্তব্য জ্বালাময়ী হয়ে উঠছিল। সম্ভবত: ইমামের দূত মুসলিম ইবনে আঁকিলের শহীদ হবার সংবাদ শুনেই ইমাম এই বিখ্যাত খোতবা প্রদান করেন:

ایّها الناس، إنّ الدنیا قد ادبرت و اذنت بوداع، و انّ الاخرة قد اقبلت و اشرفت بصلاح

হে মানবমণ্ডলী! পৃথিবী আমাকে পৃষ্ঠ প্রদর্শন করছে, আমাকে বিদায় জানাচ্ছে। পরকাল আমাকে সাদরে বরণ করছে,উপযুক্ত মর্যাদা দিচ্ছে।

الا ترون ان الحق لا یعمل به، و ان الباطل لا ینتهی عنه؟ لیرغب المؤمن فی لقاء الله محقاً

তোমরা কি দেখতে পাচ্ছনা যে সত্য অনুসারে আমল করা হচ্ছে না,তোমরা কি দেখতে পাও না যে আল্লাহর বিধানসমূহকে পদদলিত করা হচ্ছে? দেখতে পাওনা যে চারদিকে ফেতনা-ফ্যাসাদে ছেয়ে গেছে অথচ কেউ এর প্রতিবাদ করছে না? لیرغب المؤمن فی لقاء الله محقا

এ অবস্থায় একজন মুমিনের উচিত নিজের জীবন উৎসর্গ করে আল্লাহর সান্নিধ্য অর্জন করা। যদি জীবন উৎসর্গ করতে হয় তাহলে এটাই তার উপযুক্ত সময়। ( দ্রঃ তুহফাল উকুলঃ ২৪৫ )

ইমাম মাহদীর(আ.) বিপ্লবের উদ্দেশ্যও ঠিক তাই সমাজে ন্যায়নীতি প্রতিষ্ঠা করা এবং সারা বিশ্বে কলেমা লা-ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে প্রতিষ্ঠিত করা।


captcha