IQNA

ভারতে ‘সৌদি ইসলাম’ প্রসারে বাধা দানের আবেদন

20:16 - November 02, 2016
সংবাদ: 2601874
আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় পার্লামেন্টের সদস্য ‘রাজু চন্দ্র শেখর’, স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা এক চিঠিতে ভারতে বিদেশীদের বিনিয়োগের উপর দৃষ্টি রাখার প্রতি আহবান জানিয়েছেন। বিশেষ করে সৌদি আরবের মনগড়া ইসলাম প্রসারে যে বিনিয়োগগুলো করা হচ্ছে।

India364 ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: উগ্রতাবাদ প্রসারে তৎপর সালাফি সংস্থাগুলো এবং সন্দেহজনক বিদেশী বিনিয়োগকারীদের থেকে অর্থ গ্রহণকারী সংস্থাগুলোর উপর নজর রাখার জন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন রাজু চন্দ্র শেখর।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে লেখা এক পত্রে চন্দ্র শেখর, উগ্র সালাফি বিদেশী সংস্থাগুলোর বিনিয়োগের উপর তদন্তের দাবী জানিয়েছেন। তিনি বলেন, সৌদি আরবের মনগড়া ইসলাম ধর্ম প্রসারের ফলে এ সকল সংস্থা দেশের জন্য হুমকি স্বরূপ।

তিনি বলেন: কাশ্মির টানাপোড়নের মূলে রয়েছে সৌদি আরবের মনগড়া ইসলামের প্রসার।

তার সংযোজন: বিগত ৩ বছরে যে পরিমাণ অর্থ বিদেশ বিনিয়োগকারীরা ভারতে সক্রিয় সালাফি সংস্থাগুলোকে দিয়েছে সেগুলো মাদ্রাসা ও এতিমখানা নির্মাণের কাজে ব্যয় না করে সালাফি চিন্তাধারা প্রসারে ব্যয় করা হয়েছে।#3542850


captcha