IQNA

পাকিস্তানে মাজারে বোমা হামলায় নিহত ৩০

20:48 - November 12, 2016
সংবাদ: 2601934
আন্তর্জাতিক ডেস্ক: শনিবার বেলুচিস্তানের খুজদার জেলায় শাহ নুরানি মাজারে হামলার ঘটনায় ৩০ জন নিহত হয়।
পাকিস্তানে মাজারে বোমা হামলায় নিহত ৩০
যুগান্তরের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানে একটি সুফি মাজারে বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৭০ জন।
শনিবার (১২ নভেম্বর) বেলুচিস্তানের খুজদার জেলায় শাহ নুরানি মাজারে এ হামলার ঘটনা ঘটে।
তহশিলদার জাভেদ ইকবাল বলেন, 'হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আর ৭০ জন।'
জানা গেছে, সুফি সংস্কৃতি 'ধামাল' যে স্থানে হয়, সেখানেই ভয়াবহ এ হামলার ঘটনা ঘটে।
নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। তবে প্রত্যন্ত এলাকা হওয়ায় এবং কাছাকাছি হাসপাতাল না থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।#

captcha