IQNA

সার্বিয় ভাষায় নাহজুল বালাগা অনুবাদের মোড়ক উন্মোচন করলেন আলী লারিজানী

23:37 - October 09, 2013
সংবাদ: 2601979
সাংস্কৃতিক বিভাগ : সার্বিয় ভাষায় অনুদিত নাহজুল বালাগা’র মোড়ক উন্মোচন করলেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদীয় স্পিকার ড. আলী লারিজানী।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : গত সোমবার (৭ই অক্টোবর) এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সার্বিয়ায় অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
জনাব লারিজানী সার্বিয় ভাষায় অনুদিত নাহজুল বালাগা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তৃতাকালে এ গ্রন্থ প্রকাশকে ইসলামি সাংস্কৃতি প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে বলেন : গুরুত্বপূর্ণ এ কর্মের জন্য এর অনুবাদক এবং ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তারা প্রশংসার দাবীদার।
উল্লেখ্য, আলেক্সান্ডার ড্রাকোভিচ কর্তৃক অনুদিত এ গ্রন্থটি আগামী ২০শে অক্টোবর বেলগ্রেডে আয়োজিত গ্রন্থমেলায় উপস্থাপন করা হবে।#1299965
captcha