IQNA

১৪ দিন পর;

অবশেষে রাফসানজানির ইন্তেকালে সৌদি আরবের শোক প্রকাশ

1:12 - January 23, 2017
সংবাদ: 2602413
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের নীতি নির্ধারণী পরিষদের প্রধান ও সাবেক প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আকবর হাশেমি রাফসানজানির ইন্তেকালের ১৪ দিন পর সৌদি আরবের বাদশাহ, যুবরাজ এবং প্রতিরক্ষা মন্ত্রী মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
অবশেষে রাফসানজানির ইন্তেকালে সৌদি আরবের শোক প্রকাশ

বার্তা সংস্থা ইকনা: আয়াতুল্লাহ রাফসানজানির ইন্তেকালের পর ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিবেশী দেশসমূহ সহ বিশ্বের অধিকাংশ দেশ শোক বানী প্রেরণ করেছে। তবে শুধুমাত্র সৌদি আরব এতদিন এ ব্যাপারে নিঃশ্চুপ ছিল।

আয়াতুল্লাহ রাফসানজানির ইন্তেকালে সৌদি রাজপরিবারের নীরবতার পাশাপাশি সেদেশের একটি রাষ্ট্রীয় চ্যানেলে সন্ত্রাসী গোষ্ঠী মুনাফিকিনের এক সদস্যের সাক্ষাৎকার প্রচার করা হয়। ঐ প্রোগ্রামে এই সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের ফাঁসি দেয়ার ব্যাপারে আয়াতুল্লাহ রাফসানজানির ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়। অপরদিক থেকে আলে সৌদের অফিসিয়াল মিডিয়া আল-আরাবিয়া সাইটে ইসলামি বিপ্লবে আয়াতুল্লাহ রাফসানজানির ভূমিকা প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়েছে।

আয়াতুল্লাহ রাফসানজানির ভাই মোহাম্মাদ হাশেম বার্তা সংস্থা ইকনার সাথে এক সাক্ষাৎকারে বলেন: সৌদি আরবের বাদশাহ, যুবরাজ এবং প্রতিরক্ষা মন্ত্রী এক বানী প্রদানের মাধ্যমে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আয়াতুল্লাহ রাফসানজানির ইন্তেকালের জন্য ইতিমধ্যে পারস্য উপসাগরীয় ও দক্ষিণাঞ্চলীয় আরব দেশসমূহ যথাক্রমে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট "শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান", দুবাইয়ের শাসক "শেখ মোহাম্মাদ বিন রশিদ আল মাকতুম", আবুধাবী যুবরাজ "শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান", সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রী "আনোয়ার কারকাশ", কাতারের আমির "শেখ তামিম বিন হামাদ আল ছনি", কুয়েতের আমির "শেখ সাবাহ আল-আহমাদ আল-সাবাহ", বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ও যুবরাজ এবং কুয়েতের প্রধানমন্ত্রী পৃথক পৃথক শোক বানী পেশ করে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানিকে সমবেদনা জানিয়েছে।

উল্লেখ্য, ইসলামি প্রজাতন্ত্র ইরানের নীতি নির্ধারণী পরিষদের প্রধান ও সাবেক প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আলী আকবর হাশেমি রাফসানজানি রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে তেহরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণের মধ্যেই তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে এই প্রভাবশালী রাজনীতিবিদ ও আলেমের বয়স হয়েছিল ৮২ বছর।

iqna


captcha