IQNA

কেন ইমাম মাহদীর আবির্ভাব বিলম্বিত হচ্ছে

19:52 - February 03, 2017
সংবাদ: 2602471
আন্তর্জাতিক ডেস্ক: দুনিয়ার এত পরিবর্তন এবং ইমাম মাহদীর আবির্ভাবের আলামত দেখা যাওয়ার পরও কেন তার আবির্ভাব ত্বরান্বিত হচ্ছে না?
কেন ইমাম মাহদীর আবির্ভাব বিলম্বিত হচ্ছে
শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হুজ্জাতুল ইসলাম রাহিম কারেগার বলেন, ইমাম মাহদীর আবির্ভাব একটি অতি বড় ও মহত ঘটনা, যার মাধ্যমে বিশ্বে ন্যায়পরায়ণতা এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। সুতরাং সাব চায় যে এমন একটি সুদিন তাড়াতাড়ি চরে আসুক।

ইমাম মাহদীর আবির্ভাবের জন্য হক এবং বাতিলের যুদ্ধ সংগঠিত হবে। বাতিলের পথে থাকতে সুফিয়ানী, ইয়াহুদি, আমেরিকা এবং তাদের আরব দাসেরা আর হকের পথে থাকবে ইমাম মাহদীর সাহায্যকারী শিয়া মুসলমানরা।

ইমাম মাহদীর আবির্ভাবের জন্য শিয়াদের মধ্য থেকেও খাটি শিয়াদেরকে বেছে নেয়া হবে। সবাই ইমাম মাহদীর অনুসারী হওয়ার তৌফিক অর্জন করতে পারবে না।

বাতিলের বিরুদ্ধে বিজয়ের জন্য ইমাম মাহদীর আবির্ভাবের পূর্বে হক পন্থিদেরকে প্রয়োজনীয় শক্তি অর্জন করতে হবে। তা না হলে বাতিলকে প্রতিহত করা যাবে না। সুতরাং ইরান, ইরাক, আফগানিস্তান, ইয়েমেনে সিরিয়াসহ সকল মুসলমানদেরকে সেই শক্তি অর্জন করতে হবে। যারা এই ক্ষেত্রে বেশী যোগ্যতা দেখাবে এবং অগ্রগামী হবে তারাই কেবল সফল হতে পারবে।
captcha