IQNA

ইউরোপে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় উত্তীর্ণদের নাম + ছবি

0:56 - March 14, 2017
সংবাদ: 2602710
আন্তর্জাতিক ডেস্ক: বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত পঞ্চমবর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের নাম ঘোষণা করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: নারী ও পুরুষদের জন্য অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় আজান, সম্পূর্ণ কুরআন হেফজ, ২ পারা কুরআন হেফজ, ৩ পারা কুরআন হেফজ, ৫ পারা কুরআন হেফজ, ১০ পারা কুরআন হেফজ এবং পবিত্র কুরআনের শেষ (৩০) পারা হেফজ। এছাড়াও তারতিল এবং মাফাহিম বিভাগেও এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ সকল বিভাগ থেকে শীর্ষ স্থানে উত্তীর্ণদের নাম নিম্নরূপ:

পুরুষদের বিভাগে (প্রাপ্তবয়স্ক) শীর্ষ স্থানে উত্তীর্ণ:

ক্বারায়াত বিভাগে প্রথম স্থানে উত্তীর্ণ: জার্মানের জাফর জাফারী
ক্বারায়াত বিভাগে দ্বিতীয় স্থানে উত্তীর্ণ: জার্মানের মাজিদ সায়িদী নিকু
ক্বারায়াত বিভাগে তৃতীয় স্থানে উত্তীর্ণ: জার্মানের আহমাদিয়ান

আজান বিভাগে প্রথম স্থানে উত্তীর্ণ: জার্মানের গোলাম জাফারী
আজান বিভাগে দ্বিতীয় স্থানে উত্তীর্ণ: জার্মানের এহসান মেহেরযাদ
আজান বিভাগে তৃতীয় স্থানে উত্তীর্ণ: জার্মানের ফারিদ ইউসুফী

সম্পূর্ণ কুরআন হেফজ বিভাগে প্রথম স্থানে উত্তীর্ণ: জার্মানের মাহবুব রহমান
সম্পূর্ণ কুরআন হেফজ বিভাগে দ্বিতীয় স্থানে উত্তীর্ণ: সুইডিশের ফাজেল আল এমারা
সম্পূর্ণ কুরআন হেফজ বিভাগে তৃতীয় স্থানে উত্তীর্ণ: ডেনমার্কের সাইয়্যেদ মোন্তাজার আল হোলু

৩ পারা কুরআন হেফজ বিভাগে প্রথম স্থানে উত্তীর্ণ: জার্মানের ফরিদ তাহের
৫ পারা কুরআন হেফজ বিভাগে প্রথম স্থানে উত্তীর্ণ: নেদারল্যান্ডের মাহদী নায়িমী
৫ পারা কুরআন হেফজ বিভাগে দ্বিতীয় স্থানে উত্তীর্ণ: জার্মানের মুর্তোজা কারিমী
৫ পারা কুরআন হেফজ বিভাগে তৃতীয় স্থানে উত্তীর্ণ: নেদারল্যান্ডের মাসিহ নায়িম

পুরুষদের বিভাগে (যুবক) শীর্ষ স্থানে উত্তীর্ণ:

ক্বারায়াত বিভাগে প্রথম স্থানে উত্তীর্ণ: জার্মানের মাসিহ আফজাল
ক্বারায়াত বিভাগে দ্বিতীয় স্থানে উত্তীর্ণ: সুইডিশের আমিন ত্বাকী
ক্বারায়াত বিভাগে তৃতীয় স্থানে উত্তীর্ণ: জার্মানের আলী বিয়াত

আজান বিভাগে প্রথম স্থানে উত্তীর্ণ: জার্মানের সাজ্জাদ জার্গারপুর
আজান বিভাগে দ্বিতীয় স্থানে উত্তীর্ণ: জার্মানের ইউনুস হুসাইন
আজান বিভাগে তৃতীয় স্থানে উত্তীর্ণ: জার্মানের আহমেদ কুমাইল লাতিফি

৫ পারা কুরআন হেফজ বিভাগে শীর্ষ স্থানে উত্তীর্ণ: ডেনমার্কের ইউনুস আল হাফাজী
৫ পারা কুরআন হেফজ বিভাগে শীর্ষ স্থানে উত্তীর্ণ: ডেনমার্কের ইউসুফ হামাদী

পবিত্র কুরআনের শেষ (৩০) পারা হেফজ বিভাগে প্রথম স্থানে উত্তীর্ণ: জার্মানের আলী ত্বাহা লাতিফী
পবিত্র কুরআনের শেষ (৩০) পারা হেফজ বিভাগে প্রথম স্থানে উত্তীর্ণ: ডেনমার্কের হুসাইন আল হামাদানী
পবিত্র কুরআনের শেষ (৩০) পারা হেফজ বিভাগে প্রথম স্থানে উত্তীর্ণ: ডেনমার্কের সাজ্জাদ পেনাহী


নারী বিভাগে(প্রাপ্তবয়স্ক) শীর্ষ স্থানে উত্তীর্ণ:

ক্বারায়াত বিভাগে প্রথম স্থানে উত্তীর্ণ: অস্ট্রিয়ায় মুহাদ্দাসা রাহমাত
ক্বারায়াত বিভাগে দ্বিতীয় স্থানে উত্তীর্ণ: জার্মানের তামারা হুসাইন
ক্বারায়াত বিভাগে তৃতীয় স্থানে উত্তীর্ণ: জার্মানের হিনা বোর

পবিত্র কুরআনের শেষ (৩০) পারা হেফজ বিভাগে প্রথম স্থানে উত্তীর্ণ: ডেনমার্কের ফাতিমা আল ইয়াসির
পবিত্র কুরআনের শেষ (৩০) পারা হেফজ বিভাগে প্রথম স্থানে উত্তীর্ণ: ডেনমার্কের লাইলা আল মুসাভী

মাফাহিম বিভাগে নারী ও পুরুষদের মধ্যে শীর্ষ স্থানী উত্তীর্ণ:

প্রথম স্থানে উত্তীর্ণ ইতালির আতিয়া হাসামী রোস্তামী
প্রথম স্থানে উত্তীর্ণ জার্মানের সাইয়্যেদা দামান কিশান
দ্বিতীয় স্থানে উত্তীর্ণ জার্মানের হানিয়া কারিমী
দ্বিতীয় স্থানে উত্তীর্ণ জার্মানের সিরুস দাওয়ারি
তৃতীয় স্থানে উত্তীর্ণ জার্মানের মারিয়াম আল সাদাত সায়েদী
তৃতীয় স্থানে উত্তীর্ণ জার্মানের শুকুফা ফারজী।
উল্লেখ্য, ইউরোপে পঞ্চমবর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ১০শে মার্চে হামবুর্গের ইসলামিক সেন্টার মিলনায়তনে শুরু হয়েছে এবং ২২শে মার্চে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়েছে।
iqna



captcha