IQNA

অন্যের ভালবাসা অর্জনের তিনটি পন্থা

2:31 - March 15, 2017
সংবাদ: 2602719
ইমাম জাওয়াদ (আ.) বলেছেন, তিনটি উপায় আছে যার মাধ্যমে অন্যের ভালবাসা অর্জন করা যায়।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: তিনি বলেছেন, অন্যের সঙ্গে চলাফেরার ক্ষেত্রে সততা ও ইনসাফ বজায় রাখা, কষ্টের সময় অন্যের সাহায্যে এগিয়ে যাওয়া এবং দয়ালু ও ভাল মনের অধিকারী হওয়া। এই তিনটি বৈশিষ্ট্য কারও মধ্যে থাকলে সে অন্যের ভালবাসা অর্জন করতে পারবে।

الإمامُ الجوادُ عليه السلام: «ثلاثُ خِصالٍ تُجْتَلَبُ بهِنَّ المَحبَّةُ : الإنْصافُ في المُعاشَرَةِ ، و المُواساةُ في الشِّدّةِ، و الانْطِواعُ و الرُّجوعُ إلى قَلبٍ سَليمٍ.»

সূত্র: কাশফুল গাম্মা, ৩য় খণ্ড, পৃ: ১৩৯।

তিনি আরও বলেছেন:

مَنِ استَغنَى بِاللهِ اِفتقَرَالنّاسُ اِلَيهِ و مَن اِتَّقَى الله اَحَبَّهُ النّاسُ

যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে এবং মানুষের মুখাপেক্ষী না হয় ,মানুষ তার প্রতি নির্ভরশীল হয়। আর যে ব্যক্তি তাকওয়া (খোদাভীরুতা) অবলম্বন করে সে মানুষের নিকট প্রিয় ভাজন হয় (নুরুল আবসার ,পৃ. ১৮০) ।

ثلاثٌ يبلِّغنَ بالعبد رضوان الله تعالى كثرة الاستغفار و لين الجانب و كثرة الصدقة و ثلاث من كنَّ فيه لم يندم : ترك العجلة والمشورة والتوكّل على الله عند العزم

অর্থাৎ তিনটি জিনিসের মাধ্যমে বান্দা আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করতে পারে : ১. আল্লাহর কাছে অধিক ক্ষমা প্রার্থনা করা ২. মানুষের সাথে নমনীয় আচরণ করা ৩. অধিক সদকা দেওয়া। তিনটি বৈশিষ্ট্য কারো মধ্যে থাকলে সে কখনোই অনুতপ্ত হবে না। ১. কোন কর্মে চঞ্চলতা প্রদর্শন না করা ২. পরামর্শ করে কাজ করা ৩. আল্লাহর উপর ভরসা রেখে কাজ শুরু করা (আল ফুসুলুল মুহিম্মাহ ,পৃ. ২৯১) । শাবিস্তান
captcha