ইরানের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গবেষক হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিম সাইয়েদ হাদি রাফিয়িপুর বলেছেন যে, শেখ সাদুক (রহ.) হাদীস ও কালামশাস্ত্রের মহাসমুদ্র ছিলেন। বিশেষ করে হাদীস শাস্ত্রে তার অবদান নজিরবিহীন ও অতুলনীয়।

বার্তা সংস্থা ইকনা: শিয়া মাযহাবের প্রথমসারির ও শীর্ষ হাদিসবিদ হযরত শেখ সাদুক (রহ.) স্মরণে আয়োজিত জাতীয় কংগ্রেসের সমাপণি অনুষ্ঠান আজ বুধবার ১৫ই মার্চ তেহরানস্থ এ মহান ব্যক্তিত্বের পবিত্র মাজারে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গবেষক হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিম সাইয়েদ হাদি রাফিয়িপুর বলেন: ইসলামের ইতিহাসে কিছু সুমহান ব্যক্তিত্ব আছেন, যারা নিজেদের সর্বশক্তি নিয়োগ করে মানুষের নিকট কোরআন ও ইসলামের শিক্ষা পৌঁছে দিয়েছেন। তারা সব ধরনের বাধা বিপত্তি উপেক্ষা করে রাসূল (সা.) ও তাঁর পবিত্র বংশধর তথা আহলে বাইতের (আ.) বাণীসমূহ সংগ্রহ ও সংকলন করে যে সব গ্রন্থ রচনা করেছেন, সেগুলো শতাব্দীর পর শতাব্দী মানব জাতি এমনকি আলেম ও মনীষীদের দিকনির্দেশনা ও হেদায়েতের ভূমিকা পালন করেছে। আর এ সব মহান মনীষীদের মধ্যে শীর্ষস্থানীয় ও প্রথম সারির হলেন শেখ সাদুক (রহ.)।
তিনি বলেন: শেখ সাদুক (রহ.) হাদীস ও কালামশাস্ত্রে যে সব জ্ঞানগর্ভ গ্রন্থ রচনা করেছেন, তা বছরের পর বছর ধরে গবেষণা করেও সমাপ্ত করা সম্ভব না। কেননা তিনি ছিলেন হাদীস ও কালামশাস্ত্রের মহাসমুদ্রের ন্যায়। সূত্র: shabestan