বার্তা সংস্থা ইকনা: ফার্সি নববর্ষ উপলক্ষে মিশরের প্রসিদ্ধ ক্বারি 'আব্দুল আজিজ হাস্সানে'র সুললিত কণ্ঠে সূরা রূমের ১ থেকে ২৭ নম্বর আয়াত পর্যন্ত ইকনার দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হল।
এই সূরার ১৯ ও ২৪ নম্বর আয়াতে ভূমির মৃত্যু এবং পুনরায় সঞ্জীবিত হওয়া কথা বলা হয়েছে।
...يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ
الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَيُحْيِي الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَكَذَلِكَ
تُخْرَجُونَ ﴿۱۹﴾
যিনি মৃত হতে জীবিতকে
বের করেন এবং জীবিত হতে মৃতকে বের করেন এবং ভূমির মৃত্যুর পর তাকে সজীব করেন; এভাবেই তোমরা (কবরসমূহ
হতে) বের হবে।
...وَمِنْ آيَاتِهِ يُرِيكُمُ الْبَرْقَ خَوْفًا وَطَمَعًا
وَيُنَزِّلُ مِنَ السَّمَاءِ مَاءً فَيُحْيِي بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا
إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَعْقِلُونَ ﴿۲۴﴾
তাঁর নিদর্শনাবলির মধ্যে এটাও একটি যে, তিনি তোমাদের শংকা ও আশার উদ্রেক করার জন্য বিজলী প্রদর্শন করেন এবং আকাশ হতে বারি বর্ষণ করেন; পরে এর দ্বারা ভূমিকে এর মৃত্যুর পর সজীব করেন; নিশ্চয় এতে বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলি রয়েছে।