বার্তা সংস্থা ইকনা: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী গতকাল রবিবার ৯ই এপ্রিল দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে ইরানি নববর্ষের বৈঠকে বলেন: সশস্ত্র বাহিনীর প্রধান দায়িত্ব হচ্ছে মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা ও ঈমান পোষণ করে নিজেদের শক্তি ও ক্ষমতার সম্প্রসারণ করা। দেশ ও জাতির নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করণে যাবতীয় বিষয়াদি তদারকি সশস্ত্র বাহিনীর অপরিহার্য দায়িত্বসমূহের অন্তর্ভুক্ত। কেননা বর্তমান বিশ্বে তাগুতি ও সাম্রাজ্যবাদী শক্তিগুলো নিজেদের অধিপত্য বিস্তারে দুর্বল জাতিসমূহের উপর আগ্রাসন চালাচ্ছে; তাই আমাদের উচিত প্রতিরক্ষা শক্তিকে অত্যাধুনিক ও বিস্তৃত করা।
তিনি বলেন, সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে সম্প্রতি ক্ষেপণাস্ত্র হামলা করে কৌশলগত ভুল করেছে আমেরিকা। আমেরিকা যা করেছে তা হলো কৌশলগত ভুল এবং বিভ্রান্তি। আমেরিকার পূর্বসূরিরা যে ভুল করেছে তারই পুনরাবৃত্তি ঘটছে বলেও উল্লেখ করেন তিনি।
সর্বোচ্চ নেতা বলেন, মার্কিন সাবেক কর্মকর্তারা তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ সৃষ্টি বা তাদের সহায়তা করেছেন। বর্তমান কর্মকর্তারাও দায়েশ বা এ রকম গোষ্ঠীগুলোকে শক্তিশালী করছেন বলে জানান তিনি।
তিনি আরো বলেন, এ ধরণের গোষ্ঠীর হুমকির মুখে ভবিষ্যতে পড়বে আমেরিকা। ভুল পদক্ষেপ নিয়ে তাকফিরিদের শক্তিশালী করে তার সমস্যায় ইউরোপ ভুগছে বলে উল্লেখ করেন তিনি । তিনি বলেন, ইউরোপের লোকজন এখন আর তাদের ঘরবাড়িতে নিরাপদ নন এবং আমেরিকাও একই ভুলের পুনরাবৃত্তি করছে।