IQNA

১৩ হাজার ১৩ জন ফেরেশতা ইমাম মাহদীর (আ.) প্রতীক্ষায় আছে

21:37 - May 11, 2017
সংবাদ: 2603068
ইমাম মাহদী (আ.) যখন মহানবীর পতাকা উত্তোলন করবেন তখন তার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা ১৩ হাজার ফেরেশতা ইমাম মাহদীর পতাকাতলে এসে তার সংগ্রামের কাজে সহযোগিতা করবেন।
১৩ হাজার ১৩ জন ফেরেশতা ইমাম মাহদীর (আ.) প্রতীক্ষায় আছে
বার্তা সংস্থা ইকনা: ইমাম জা ’ফর সাদিক (আ.) বলেছেন: আমাদের কায়েম যখন কিয়াম করবেন হযরত আলী (আ.)- এর পোশাক পরিধান করবেন এবং তার পদ্ধতিতেই দেশ পরিচালনা করবেন।

তিনি নিজে কষ্টে জীবন-যাপন করবেন কিন্তু উম্মতের সাথে একজন দয়ালু পিতার ন্যায় আচরণ করবেন। তাদের কল্যাণ ও সৌভাগ্য কামনা করবেন।

ইমাম জাফর সাদিক (আ.) বলেন, আমি ইমাম মাহদীকে দেখতে পাচ্ছি যে তিনি নাজাফ শহরের কাছে পৌঁছে গেছেন এবং সেখানে হুকুমত করছেন। এরপর তিনি সব জায়গায় ন্যায়পরায়ণতা ছড়িয়ে দিবেন এবং সারা দুনিয়ার মানুষ উপলব্ধি করবে যে ইমাম মাহদী(আ.) তাদের মাঝেই জীবন-যাপন করছেন।

এসময় ১৩ হাজার ১৩জন ফেরেশতা ইমামকে সহযোগিতা করবেন। তারা হলেন সেই সকল ফেরেশতা যারা হযরত নুহের কিস্তিকে সাহায্য করেছিলেন, হযরত ইব্রাহীমকে আগুন থেকে রক্ষা করেছিলেন এবং হযরত ঈসা(আ.)-কে শুলে চড়িয়ে হত্যা করা থেকে রক্ষা করেছিলেন।

অনুরূপভাবে যে চার হাজার ফেরেশতা সর্বদা ইমাম হুসাইনের মাজার যিয়ারত করছে তারা ইমাম মাহদী ঐ কালজয়ী বিপ্লবে সহযোগিতা করবেন। এই ফেরেশতারা ইমাম হুসাইনকে সাহায্য করার জন্য কারবালায় এসেছিলেন, তারা আবার ফিরে গিয়ে জিহাদ করার অনুমতি নিয়ে আসার পর দেখলেন ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন। এরপর থেকে তারা সেখানেই রয়ে গেছেন এবং ইমাম মাহদীর আবির্ভাবের পর তাকে সাহায্য করবেন। সূত্র: শাবিস্তান
captcha