IQNA

মালয়েশিয়ায় দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কুরআন হেফজ কোর্স

20:11 - June 11, 2017
সংবাদ: 2603239
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে "দারুল কুরআন" মাদ্রাসায় এক হাজার জন জন্মান্ধদের নিয়ে ব্রেইল বর্ণমালায় কুরআন হেফজের কোর্স শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ছয় খণ্ড বিশিষ্ট ব্রেইল বর্ণমালার কুরআন দৃষ্টি প্রতিবন্ধীদের পড়ার জন্য ব্যবহার করা হচ্ছে। এই কোর্সে শিক্ষকগণ প্রতিটি আয়াত ৩০ থেকে ৪০ বার পুনরাবৃত্তি করে শিক্ষার্থীদের মুখস্থ করাচ্ছে। আশা করা যাচ্ছে এই কোর্স আগামী চার বছরের মধ্যে শেষ হবে।
১৯ থেকে ২১ বছরের দৃষ্টি প্রতিবন্ধীরা এই কোর্সে অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারীরা কুরআন হেফজ করা ছাড়াও আরবি ভাষা এবং ইসলামিক নীতিমালা সম্পর্কে অবগত হচ্ছেন।
কুয়ালালামপুরের 'দারুল কুরআন' মাদ্রাসার শিক্ষক "আহমাদ কাসির ম্যাট যিযি' বলেন: অংশগ্রহণকারীদের উচিত পবিত্র কুরআনের প্রতি পৃষ্ঠা ৩০ থেকে ৪০ বার পুনরাবৃত্তি করে প্রতিদিন এক থেকে দুই পৃষ্ঠা মুখস্থ করা।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উপদেষ্টা 'আহমেদ যাহেদ হামিদী চলতি সপ্তাহে মিডিয়াতে বলেন: আশা করছি মালয়েশিয়ায় ২০৫০ সালের মধ্যে ১ লাখ ২৫ হাজার হাফেজ হবে। কারণ, দেশের সমৃদ্ধ ও সম্প্রীতির জন্য কুরআনের হাফেজদের প্রয়োজন রয়েছে।
iqna



captcha