বার্তা সংস্থা ইকনা: গতকাল সিরিয়ায় ইসলামী বিপ্লবী গার্ডের মিসাইল হামলায় 'আবু সায়দ নামে প্রসিদ্ধ 'সায়দ আল হুসাইনী' নামের দায়েশের এক সিনিয়ার কমান্ডর নিহত হয়েছে।
গতকাল ১৮ই জুন রাতে সিরিয়ায় ইসলামী বিপ্লবী গার্ডের সদস্যরা দায়েশের ঘাটিতে হামলা চালায়। এই হামলার ফলে দায়েশের সদস্য সহ তাদের ঘাটির ব্যাপক ক্ষতি হয়।
iqna