বার্তা সংস্থা ইকনা: ইরাকের সন্ত্রাস বিরোধী যুদ্ধের কমান্ডার "আব্দুল গনি আল-আসাদ" মসুলের আল নুরী জামে মসজিদ মুক্ত করার খবর জানিয়েছেন।
তিনি বলেন: ছয় শতের অধিক সন্ত্রাসীকে ধ্বংস করে আল-নুরী" জামে মসজিদ ও তার আশে পাশের এলাকা এবং "হুদবা" মিনার মুক্ত করা হয়েছে। দায়েশের সদস্যরা আমাদের সাথে অনেকক্ষণ যুদ্ধ করেছে তবে তারা আমাদের সালে লড়াই করে টিকে থাকতে পারেনি।
উল্লেখ্য, এই মসজিদে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের তথাকথিত নেতা "আবু বকর আল বাগদাদী" নিজের খেলাফতকে ঘোষণা করেছিল।