IQNA

ইমাম মাহদীর প্রতি সম্মান প্রদর্শনে ইমাম রেজার(আ.) পন্থা

20:05 - August 03, 2017
সংবাদ: 2603564
আমরা ইমাম মাহদীর নাম শুনলেই তার সম্মানে মাথায় হাত রেখে উঠে দাড়াই, কিন্তু অনেকেই হয়ত জানি না যে ইমাম রেজা(আ.) এভাবে ইমাম মাহদীকে সম্মান জানাতেন।
ইমাম মাহদীর প্রতি সম্মান প্রদর্শনে ইমাম রেজার(আ.) পন্থা
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদীর নাম শুনে উঠে দাঁড়ানো হচ্ছে ইমাম রেজার(আ.) সুন্নত। তিনি যখন ইমাম মাহদী সম্পর্কে কিছু বলতেন. মাথায় হাত রেখে উঠে দাঁড়াতেন।

রাবি বলেন: وَضَعَ الرّضا یدَهُ عَلی رَاسِهِ و تَواضَعَ قائماً و دَعا لَه بِالفَرَج؛  আমরা ইমাম রেজার(আ.) কাছে ইমাম মাহদী সম্পর্কে জানতে চাইলে তিনি মাথার উপর হাত রেখে উঠে দাঁড়ান এবং তার আবির্ভাবের জন্য দোয়া করেন।

অত:পর বলেন: «اللّهُمَ عَجِّل فَرَجَهُ و سَهِّل مَخرَجَهُ؛ হে আল্লাহ! তার আবির্ভাবকে ত্বরান্বিত করুন এবং সহজ করে দিন।

রাবি বলেন: «وتَواضَعَ قائِماً»؛  ইমাম রেজা(আ.) ইমাম মাহদীর সম্মানে উঠে দাঁড়িয়েছিলেন।

তবে হ্যাঁ প্রত্যেক ইমামেরই সম্মান রয়েছে এবং আমরা সকল ইমামকেই সমানভাবে সম্মান করে থাকি। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে ইমাম মাহদীর নাম শুনে উঠে দাঁড়াবার অর্থ হচ্ছে তাকে সম্মান জানানোর পাশাপাশি তাকে সাহায্য করার জন্য নিজেদের প্রস্তুতিকেও ঘোষণা করা।

যেহেতু ইমাম মাহদী(আ.) কিয়াম করবেন এবং গোটা বিশ্বকে ন্যায়নীতিতে পরিপূর্ণ করবেন। আমরাও এভাবে নিজেদের প্রস্তুতিকে ঘোষণা করি যে, আমরা এই আন্দোলনে তাকে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছি। শাবিস্তান
ট্যাগ্সসমূহ: ইমাম ، মাহদী ، রেজা ، ইকনা
captcha