আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশে আলাদা কোনো ‘জাতিগত সরকার’-এর অস্তিত্ব মেনে নেবে না বাগদাদ। ইরাকের আধা-স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলকে দেশটি থেকে বিচ্ছন্ন করার লক্ষ্যে সোমবারের বহু-বিতর্কিত গণভোটের আগে এই হুঁশিয়ারি দেন এবাদি।
বার্তা সংস্থা ইকনা: রোববার রাতে জাতির উদ্দেশে দেয়া এক টেলিভিশন ভাষণে প্রধানমন্ত্রী এবাদি আরো বলেন, তার সরকার আরব এই দেশটিকে অতীতের ‘অন্ধকার যুগে’ ফিরে যেতে দেবে না। ইরাকের অখণ্ডতা রক্ষায় ‘প্রয়োজনীয় সব পদক্ষেপ’ নেয়া হবে বলেও তিনি সতর্ক করে দেন।
এবাদি বলেন, "একটি একতরফা সিদ্ধান্ত যা ইরাকের অখণ্ডতা, এটির নিরাপত্তা এবং আঞ্চলিক নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করে তা অসাংবিধানিক এবং শান্তি-পরিপন্থি। কাজেই দেশের ঐক্য ও সংহতি বজায় রাখতে যা যা করা প্রয়োজন তার সবকিছুই আমরা করব।”
ইরাক থেকে কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্তের ব্যাপারে আধা-স্বায়ত্বশাসিত ওই অঞ্চলে আজ (সোমবার) গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এই গণভোট ইরাকসহ গোটা মধ্যপ্রাচ্যে নতুন করে ভয়াবহ সংঘাত সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন। আন্তর্জাতিক সমাজ বিশেষ করে ইরাকের তিন প্রতিবেশী দেশ ইরান, তুরস্ক ও সিরিয়া এই গণভোটের তীব্র বিরোধিতা করেছে।
iqna