বার্তা সংস্থা ইকনা: গতকাল (মঙ্গলবার) টুইটারে দেয়া এক বার্তায় লেবাননের সেনাপ্রধান জেনারেল জোসেফ আউন বলেছেন, দেশের জনগণ ও সামরিক বাহিনীর বিরুদ্ধে যারা অপরাধ সংঘটন করবে সেইসব সন্ত্রাসীকে লক্ষ্যবস্তুতে পরিণত করা অব্যাহত রাখতে হবে।
জেনারেল আউন বলেন, "দক্ষিণ সীমান্তে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমি আপনাদেরকে পুরোপুরি প্রস্তুত থাকার আহ্বান জানাই।" জোসেফ আউন সতর্ক করে বলেন- লেবানন, দেশের জনগণ ও সামরিক বাহিনীর বিরুদ্ধে শত্রুতার নীতি অনুসরণ করছে ইসরাইল। তিনি লেবাননে মোতায়েন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সঙ্গে পূর্ণাঙ্গ সহযোগিতা করার জন্যও তার দেশের সেনাদের প্রতি আহ্বান জানান।
সৌদি আরব, ইসরাইল ও লেবাননের মধ্যে যখন ত্রিমুখী উত্তেজনা চলছে তখন জেনারেল জোসেফ আউন তার সেনাদেরকে দক্ষিণ সীমান্তে সতর্ক থাকার নির্দেশ দিলেন। লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি গত ৪ নভেম্বর সৌদি আরবে গিয়ে আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। এরপর সৌদি আরব, লেবানন ও ইসরাইলের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এমনকি অনেকে আশংকা করছেন- ইসরাইল ও সৌদি আরব একসঙ্গে লেবাননের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালাতে পারে।
iqna