IQNA

ইমাম মাহদীর(আ.) সৈনিকরা পরিবার থেকে প্রশিক্ষণ পায়

15:53 - December 20, 2017
সংবাদ: 2604604
ইমাম মাহদীর সৈনিকরা ঐ সকল পরিবার থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হয় যে সকল পরিবারের পরিচালক হচ্ছে আল্লাহ এবং ইমাম মাহদী। এবং তারা নিজেদের ভাল আমলের মাধ্যমে আল্লাহ ও ইমামকে সন্তুষ্ট রাখে।

 

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: একটি প্রকৃত মাহদাভী পরিবার সর্বদা মুত্তাকী পরহেজগার হওয়ার জন্য চেষ্টা করে। তারা আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে চলে। তাদের চেষ্টা হচ্ছে কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যায় এবং তার সান্নিধ্যলাভ করা যায়।

মাহদাভি পরিবারের আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে, এই পরিবারের সদস্যদের মধ্যে কোন লোভ লালসা নেই, তারা কৃপণ নয়, তারা খিয়ানত করে না, তারা প্রতিশ্রুতি রক্ষা করে, তারা জুলুম করে না এবং তারা ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে।

মাহদাভি পরিবারের সদস্যরা সর্বদা বলে: হে ইমাম! যারা আপনার সাথে যুদ্ধ করে আমরাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, আর যারা আপনার সাথে সন্ধি করবে আমরাও তাদের সাথে সন্ধি করব।

এছাড়া তাদের বড় শ্লোগান হচ্ছে: আমার পিতামাতা, আমি নিজে এবং আমার সকল সহায় সম্পদ আপনার জন্য নিবেদিত। শাবিস্তান

captcha