IQNA

ইরানে ইমাম রেজার (আ) মাজারে মুসলমান হলেন হাঙ্গেরিয় নারী

17:16 - March 25, 2018
সংবাদ: 2605347
আন্তর্জাতিক ডেস্ক: হাঙ্গেরির এক নারী বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা)'র পবিত্র আহলে বাইত তথা তাঁর পবিত্র বংশধারায় জন্ম-নেয়া ইমাম রেজা (আ)'র মাজারে এসে খ্রিস্ট ধর্ম ছেড়ে মহান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

 

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: এ ঘটনা ঘটেছে চলতি ফার্সি নববর্ষ ১৩৯৭ বা নওরুজ শুরুর প্রথম দিনে তথা ২১ মার্চ।

ইরানের পবিত্র মাশহাদ শহরে রয়েছে হযরত ইমাম রেজা (আ)'র পবিত্র মাজার। তিনি (বারো ইমামি) শিয়া মুসলমানদের কাছে অষ্টম ইমাম হিসেবে সুপরিচিত।

আন্দ্রে ইবোপা মার্শেন নামের হাঙ্গেরির ওই নারী মুসলমান হওয়ার পর নিজের মাজহাব হিসেবে জাফরি তথা শিয়া ইসনা আশারি মাজহাব গ্রহণ করেন।

তিনি ইসলাম ধর্ম গ্রহণের আগে ৮ বছর ধরে এ ধর্ম সম্পর্কে পড়াশুনা করেছেন এবং মুসলমানদের একটি মসজিদে সাংস্কৃতিক তৎপরতায় জড়িত ছিলেন।

পবিত্র আশুরা ও কারবালার শোকাবহ ঘটনার প্রভাবেই মিসেস মার্শেন বিশ্বনবী (সা)'র পবিত্র আহলে বাইতের অনুরাগীদের মাজহাব গ্রহণ করার কথা জানান।

খাঁটি ইসলামের জন্য মহানবী (সা.)'র কন্যা হযরত ফাতিমা জাহরা (সালামুল্লাহি আলাইহা) ও হযরত আলী (আ)'র নানা কষ্ট ভোগ তথা মজলুম হওয়ার বিষয়টি তাঁকে বিশ্বনবীর আহলে বাইতের অনুরাগী হতে এবং ওই বিশেষ মাজহাব গ্রহণে উৎসাহ যুগিয়েছে বলে হাঙ্গেরিয় এই নওমুসলিম নারী জানান।

captcha