বার্তা সংস্থা ইকনা: জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপ-মহাসচিব মার্ক লুকাক বলেন: এই তিন দেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় যে, অতি শীঘ্রই এই তিন দেশে দুর্ভিক্ষ শুরু হতে যাচ্ছে।
তিনি বলেন: বিশ্বের দুই তৃতীয়াংশ দুর্ভিক্ষ হয় সাধারণত অভ্যন্তরীণ যুদ্ধের কারণে। ঠিক তেমনই পরিস্থিতি বিরাজ করছে নাইজেরিয়া, সুদান এবং ইয়েমেনে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সশস্ত্র সংগ্রামের কারণে দুর্ভিক্ষ কবলিতদের সহায়তার জন্য প্রস্তুত রয়েছে।
নাইজেরিয়া, সুদান এবং ইয়েমেনে গৃহযুদ্ধের কারণে দীর্ঘদিন ধরে মানবিক ও স্বাস্থ্যগত সমস্যা পরিলক্ষিত হয়েছে। এরফলে এসকল দেশে সংক্রামক রোগ ছড়িয়ে যাচ্ছে এবং হাজার হাজার বেসামরিক নাগরিক স্থানচ্যুতি হচ্ছে।
iqna