বার্তা সংস্থা ইকনা: বিজেপি বিধায়ক উদিত রাজ বলেছেন, এটা সামাজিক সমস্যা৷ দ্রুত এর সমাধান করা হবে৷ সামাজিক বৈষম্যের কারণেই এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন তিনি৷
সম্প্রতি কয়েকটি রাজ্যে বিভিন্ন ইস্যুতে দলিতরা হিংসাত্মক বিক্ষোভ করেছে। নির্যাতিত এক দলিত যুবক জানান, দলিতদের বিদ্রোহ এগিয়ে নিতেই আমরা বৌদ্ধ ধর্ম গ্রহণ করলাম। আরো যেসব দলিত নীরবে নির্যাতন ভোগ করছে, তারাও আজ কিংবা কাল বৌদ্ধ হয়ে যাবে।
তিনি আরো জানান, আমাদের ছেলেদের নির্মমভাবে বেত মারার ঘটনার দুই বছর হলো। অথচ এখন পর্যন্ত রাজ্য সরকার কিছুই করলো না। আমরা সুবিচার পাইনি এবং অভিযুক্তরা জামিন পেয়ে ঘুরে বেড়াচ্ছে।
উল্লেখ্য, গুজরাটের উনার মোটা সমাধিয়ালা গ্রামে ‘গো-রক্ষক’ উচ্চ বর্ণের হিন্দুরা ২০১৬ সালে বেশ কয়েকজন দলিত যুবককে মরা গরুর চামড়া ছাড়ানোর জন্য জনসমক্ষে বেঁধে বেত দিয়ে পিটিয়েছিলেন। কিন্তু গত রবিবার ধর্ম ত্যাগীদের তালিকায় রয়েছেন ওই নির্যাতিত যুবক ও তাদের পরিবারের সদস্যরাও।
ঘটনাটিকে গুরুত্ব সহকারেই দেখছে গেরুয়া শিবির৷ দলিতদের ওপর অত্যাচারের ঘটনাও স্বীকার করে নিয়েছেন তিনি৷ এই বিষয়টিকে ভয়ঙ্কর ঘটনা বলে ব্যাখ্যা তার৷ আরটিএনএন