 
                          
 
বার্তা সংস্থা ইকনা: মহানবীকে অসম্মান করে নির্মিত ‘ইনোসেন্স অব মুসলিমস’ চলচিত্রটি ইউটিউব থেকে মুছে না ফেলায় ২০১৩ সালে ইউটিউব ব্লক করে দেয়ার নির্দেশ দেন মিশরের নিম্ন আদালত। কিন্তু আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করে মিশরের জাতীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এবং আদালত ওই রুলিংয়ের ওপর স্থগিতাদেশ দেন।
২০১২ সালে ইনোসেন্স অব মুসলিম ইউটিউবে প্রচারের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ৩০ জনেরও বেশি লোকের প্রাণহানি ঘটে। পরে বিক্ষোভকারীদের শান্ত করতে ওয়াশিংটন জানায়, বিতর্কিত ওই ফিল্মটি ব্যক্তিগতভাবে নির্মিত হয়েছে এবং এটিতে সরকারি কোনো সহযোগিতা করা হয়নি। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তবে তারা বিদ্যমান বাকস্বাধীনতা আইনের কারণে এ ধরনের জ্বালাময়ী ভিডিও নির্মাণ বন্ধ করা যাবে না।
ইউটিউব বন্ধের বিষয়ে আপিলে মিশরের আদালত শনিবার যে রায় দিয়েছেন তা চূড়ান্ত। এ রায়ের বিরুদ্ধে আর আপিল করা যাবে না। তবে আদালত ইউটিউব বন্ধের বিষয়ে রায় দিলেও শনিবার বিকেল পর্যন্ত কায়রোতে ইউটিউব সচল ছিল। আরটিএনএন