IQNA

ভারতে মসজিদে হামলা, আতঙ্কে মুসলিমরা

10:46 - June 02, 2018
সংবাদ: 2605894
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে বিজেপিশাসিত হরিয়ানার কারনালের একটি মসজিদে হামলা চালিয়ে মুসল্লিদের মারধর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

 

বার্তা সংস্থা ইকনা: খবরে বলা হয়, গত (বুধবার) রাতে নেওয়াল গ্রামের মসজিদটিতে এক ডজনেরও বেশি হামলাকারী ঢুকে ভাঙচুর করে এবং মুসল্লিদের মারধর, গালিগালাজ ও হত্যার হুমকি দেয়। এ ঘটনায় সেখানকার মুসলিমরা আতঙ্কে রয়েছে বলেও জানা যায়।

লাউডস্পিকারে আযান দেয়াকে কেন্দ্র করে মূল বিবাদের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। মুসলিমরা বলছেন, ওই ঘটনার সময় লাউডস্পিকার বন্ধ ছিল। মাত্র কিছু সময়ের জন্য আযান হয় তাও কম শব্দে দেয়া হয়।

তাদের দাবি, গ্রামেরই কিছু মানুষজন ওই ঘটনার জন্য দায়ী। মসজিদটিতে দীর্ঘদিন ধরে মাইকে আযান দিয়ে নামাজ পড়া হলেও এর আগে কখনো এ ধরণের ঘটনা ঘটেনি। ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য ওই ঘটনা হতে পারে বলে তারা মনে করছেন।

মুসলিমদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরে পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। মুসল্লিদের অভিযোগ, দুর্বৃত্তরা মসজদিটিতে লাউডস্পিকারে আযান ও নামাজ না পড়ার জন্য হুঁশিয়ারি দিয়েছে। পার্সটুডে।

captcha